250808

মাদক সম্রাট এল চ্যাপো ১ হাজার কোটি পাউন্ড দান করতে চান

রিবাতুল ইসলাম : মেক্সিকোর মাদক সম্রাট এলচ্যাপো কারাগারে আটক হলেও যুক্তরাষ্ট্রের হাতে আটক তার সম্পদ দান করে যেতে চান। কলারোডোতে ৩০ বছরের কারাদন্ড ভোগ করছেন তিনি। অনেকে মনে করছেন কারাগারেই এলচ্যাপো হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যেতে পারেন। তাই এলচ্যাপো তার আইনজীবী জোস লুইস গনজালেজ মেজা ও জুয়ান পাবলো বাদিলো সোতো দাবি করছেন গত আগস্ট মাসে এলচ্যাপো যখন কারাগার থেকে টেলিফোনে তার মা, বোন ও মেয়েদের সঙ্গে কথা বলেন তখন ওই ১ হাজার কোটি পাউন্ড দান করার কথা জানান।

আইনজীবী গনজালেজ বলেন তার মক্কেল মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ অবরাদোরকে টেলিফোনে একই আবেদন জানিয়েছেন। প্রেসিডেন্টকে এই মাদক স¤্রাট বলেন, তার টাকা যুক্তরাষ্ট্রের কাছে ছাড়িয়ে এনে মেক্সিকোর জনগণের মধ্যে বিলিয়ে দেয়া উচিত। কারণ এই টাকা তিনি মেক্সিকোতেই উপার্জন করেছেন। এ অর্থের মালিক মেক্সিকো।

যুক্তরাষ্ট্রের একটি আদালত এধরনের আটক অর্থ ও সম্পদের ভবিষ্যৎ কি হবে সে সম্পর্কে একটি কমিশন গঠনের নির্দেশনার দেয়ার পর এলচ্যাপো তার সম্পদ দানের ইচ্ছা জানালেন। এলচ্যাপোর বিচারকেও অবৈধ হিসেবে দাবি করছেন তার আইনজীবীরা। সানদিয়াগোতে প্রকাশ্যে এলচ্যাপোর বিচার হয়নি বলেই এধরনের বক্তব্য দেন তারা।

পাঠকের মতামত

Comments are closed.