249745

‘কুমারী’ শব্দ বাদ দিয়ে ‘অবিবাহিত’ যোগ, এ নিয়ে ধর্মে কোনো প্রভাব ফেলবে না

ডেস্ক রিপোর্ট : বিয়ের কাবিননামা থেকে ‘কুমারী’ শব্দ বাদ দিয়ে ‘অবিবাহিত’ যোগ করে হাইকোর্টের দেয়া রায় বিষয়ে বাংলাদেশ জমিয়াতুল উলামার চেয়ারম্যান আল্লামা ফরিদ উদ্দিন মাসউদ বলেছেন, ইসলামে এ ব্যাপারে কোনো বাধ্যবাধকতা নেই।

ইসলাম ধর্মে এই রায়ে কোন প্রভাব পড়বে কিনা জানতে চাইলে বাংলাদেশ জমিয়াতুল উলামার চেয়ারম্যান আল্লামা ফরিদ উদ্দিন মাসউদ বলেন, ইসলামে এ বিষয়ে হ্যাঁ/না কিছু বলা নেই। এই রায়ের ফলে ধর্মে কোন প্রভাব পড়বে না। বিয়ে বা কাবিননামাটা মূলত স্বামী বা স্ত্রীর ওপর নির্ভর করে। এ বিষয়ে ইসলামে সুনিদিষ্ট কিছু উল্লেখ করা নেই।

পাঠকের মতামত

Comments are closed.