249210

হিন্দু-মুসলিম সংঘর্ষের জেরে রাজস্থানে ১৪৪ ধারা জারি

অনলাইন সংস্করণঃ- ভারতের রাজস্থানে সাম্প্রদায়িক সংঘর্ষের জের ধরে ১৪৪ ধারা জারি করা হয়েছে এবং ইন্টারনেট সেবা বন্ধ রাখা হয়েছে। রোববার (২৫ আগস্ট) রাজ্যের মাধোপুর জেলার গঙ্গাপুর শহরে হিন্দু বিশ্ব পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকীর র‍্যালি থেকে এই সংঘর্ষের সূত্রপাত হয়। খবর ইন্ডিয়া টুডে।

মাধোপুর পুলিশের সুপারিন্টেন্ড সুধীর চৌধুরী ইন্ডিয়া টুডেকে জানিয়েছেন, হিন্দু বিশ্ব সভার প্রতিষ্ঠা বার্ষিকীর র‍্যালিটি স্থানীয় জামে মসজিদের কাছে পৌছাতেই, মুসলিমরা ঐ র‍্যালি থেকে দেওয়া শ্লোগানের বিপরীতে শ্লোগান দিতে থাকে। এক পর্যায়ে তারা র‍্যালিকে লক্ষ্য করে পাথর ছূড়তে থাকে। সেসময় র‍্যালিতে অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্‍য করে এবং উপস্থিত জনতাকে ছত্রভঙ্গ করে দেয়।

তিনি বলেছেন, ‘মূলত এতে পরিস্থিতি খারাপের দিকে গেলে সুমিত নামে ২৫ বছর বয়সী যুবকের মৃত্যু হয়। পরবর্তীতে এলাকাটির নিয়ন্ত্রণ নিতে পুলিশ লাঠিপেটা করে উপস্থিত জনতাকে ছত্রভঙ্গ করে দেয়। বর্তমানে সেখানে অতিরিক্ত পুলিশ সদস্যদের মোতায়েন করা হয়েছে।’

মাধোপুর পুলিশের বরাতে গণমাধ্যমটির দাবি, পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে আনতে সিআরপিসি এরই মধ্যে গোটা রাজ্যে ১৪৪ ধারা জারি করেছে। তাছাড়া অঞ্চলটিতে একসঙ্গে চারজনের বেশি লোকের সমাবেশ পর্যন্ত নিষিদ্ধ করা হয়েছে।

অপর দিকে স্থানীয় জেলা ম্যাজিস্ট্রেট অমিত কিশোর ‘নিউজ-১৮’কে বলেন, ‘এই নিষেধাজ্ঞাগুলো আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত কার্যকর থাকবে।

 

সূত্র দি বাংলাদেশ টুডেঃ

পাঠকের মতামত

Comments are closed.