249149

সনি এবার বাজারে নিয়ে আসছে ৬ ক্যামেরার স্মার্টফোন!

ডেস্ক রিপোর্ট : স্মার্টফোনের পেছনে থাকবে ছয়টি ক্যামেরা! এবার এই ধরণের ফোন বাজারে আনার সিদ্ধান্ত নিয়েছে সনি।
চমকে গেলেও সত্যি, বাস্তবেই কার্যকর হতে যাচ্ছে সর্বাধিক ক্যামেরার এই ফোন। যা বাজারে আনার সিদ্ধান্ত নিয়েছে সনি। ডিভাইসটির একটি স্থিরচিত্র সম্প্রতি ফাঁস হয়েছে।

গ্যাজেট নাউ-এর এক প্রতিবেদনে বলা হয়, ২.৪ অ্যাপারচার ও ২০ মেগাপিক্সেল সেন্সর, ২.৪ অ্যাপারচার এবং ৮ মেগাপিক্সেল সেন্সর, ১.২ ভেরিয়েবল অ্যাপারচার ও ৪৮ মেগাপিক্সেল সেন্সর, ১.২ ও ০.৪-এর পরিবর্তনশীল অ্যাপারচার এবং ১২ মেগাপিক্সেল সেন্সরের কামেরা থাকবে ফোনটিতে।

জানা যায়, সনির এই ডিভাইসটির মডেল পরিবর্তনও হতে পারে। যদি তা না হয়, ফোনটির সামনে থাকবে ০.৩ মেগাপিক্সেল টিওএফ সেন্সর এবং ১০ মেগাপিক্সেল সেন্সরসহ দুটি ক্যামেরা।

তবে ডিভাইসটি কবে নাগাদ বাজারে আসবে, সে বিষয়ে এখনো তথ্য জানায়নি প্রতিষ্ঠানটি।

পাঠকের মতামত

Comments are closed.