248702

ই-সিগারেটের প্রথম টানেই রক্তকোষে পরিবর্তন ঘটে থাকে, দাবি চিকিৎসা বিজ্ঞানীদের

রিবাতুল ইসলাম : এক সমীক্ষায় দেখা গেছে একটি মাত্র ই-সিগারেট সেবন করা মাত্রই মানব শরীরের রক্তকোষে পরিবর্তন ঘটে। যদিও ই-সিগারেটের ধোঁয়ায় নিকোটিন নেই তবুও ই-তরলের ধোঁয়া হৃদযন্ত্রের ক্রিয়ায় ব্যাপক পরিবর্তন ঘটায়। জার্নাল রেডিওলোজিতে প্রকাশিত প্রবন্ধে বলা হয়েছে ই-সিগারেট সেবনের পর সেবনকারীর এমআরআই স্ক্যানে দেখা গেছে একবার মাত্র এধরনের সিগারেট ব্যবহারের পরেই তার রক্তকোষে পরিবর্তন ঘটে গেছে। সিএনএন

তবে গবেষণায় এখনো নিশ্চিত হওয়া যায়নি কোন ধরনের রাসায়নিক রক্তকোষ পরিবর্তনের জন্যে দায়ী। পেনিসেলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের রেডিওলোজি বিজ্ঞান ও বায়োফিজিক্সের অধ্যাপক ফেলিক্স ডব্লিউ ওয়েরলিবলেন, ক্রমাগত ই-সিগারেট সেবনে রক্তকোষ পরিবর্তন স্থায়ী হয়ে পড়বে এবং তা আগের অবস্থায় ফিরে আসতে সক্ষম হবে না। ৩১ জন ই-সিগারেট সেবনকারীর ওপর পরীক্ষা চালিয়ে চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন তাদের আগের অবস্থায় ফিরে আসা সম্ভব হবে কিনা তা শুধু সময় সাপেক্ষ নয় বরং রক্তকোষ ছাড়াও হৃদযন্ত্র, ফুসফুস ও মস্তিষ্কের ক্ষতি হবে স্থায়ীভাবেই।

পাঠকের মতামত

Comments are closed.