248173

পদত্যাগ করছেন ইতালির প্রধানমন্ত্রী!

অনলাইন সংস্করণঃ- ইতালিতে ক্ষমতাসীন জোটের শরিক মাত্তিও সালভিনির আক্রমণাত্মক মন্তব্যের পর নিজের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী গুইসেপ কন্টে। মঙ্গলবার তিনি নিজেই এ ঘোষণা দিয়েছেন।

গুইসেপ কন্টের মতে মাত্তিও সালভিনির দায়িত্বহীনতা তার ব্যক্তিগত এবং দলীয় সংকট তৈরি করবে। এদিকে সালভিনি জাতীয়তাবাদী লীগ পার্টির নেতা গুইসেপ কন্টের বিরুদ্ধে একটি অনাস্থার প্রস্তাব তোলেন। তিনি বলেন, তাঁর জোট এবং তিনি অংশীদার ফাইভ স্টারের সাথে আর কাজ করতে পারবেন না।

লীগ ও ফাইভ স্টার মুভমেন্ট মাত্র ১৪ মাস আগে কন্টেকে স্বতন্ত্র প্রধানমন্ত্রী হিসাবে পরিচালনার জন্য একটি জোট গঠন করেছিল। যদিও তার পদত্যাগের মধ্য দিয়ে স্বয়ংক্রিয়ভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে না। এটা এখন নির্ভর করবে প্রেসিডেন্ট সার্জিও মাত্তারেল্লার সিদ্ধান্তের ওপর।

এদিকে সালভানির দল থেকে নতুনভাবে নির্বাচনের আহ্বান জানানো হয়েছে। ইতালির ডানপন্থী দলগুলোও নতুনভাবে নির্বাচনের কথা বলছে। তবে জোট গঠন করে পার্লামেন্টে কোনো দল সংখ্যাগরিষ্ঠতা লাভ করলে নতুনভাবে সরকার গঠনের অনুমতি দিতে পারেন মাত্তারেল্লা। এমনকি তত্ত্বাবধায় সরকারের হাতে ক্ষমতা দিয়েও নতুন নির্বাচন করতে পারবেন তিনি।

মঙ্গলবার উচ্চকক্ষ সিনেটের উদ্দেশে দেয়া এক ভাষণে কন্তে বলেছেন, গত মে মাসে অনুষ্ঠিত ইউরোপীয় নির্বাচনে সাফল্য আসার পর থেকে জাতীয় নির্বাচনে ফেরার সুযোগ খুঁজে বেড়াচ্ছেন সালভিনি।

প্রসঙ্গত, গত বছরের চার মার্চ ইতালিতে অনুষ্ঠিত নির্বাচনে নির্দিষ্ট কোনও দল সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠন নিয়ে শুরু হয় অনিশ্চয়তা। নির্বাচনে ফাইভ স্টার পায় ৩২ শতাংশ ভোট। লীগ পায় ১৮ শতাংশ ভোট। এই দুই দলের জোট কন্টেকে প্রধানমন্ত্রী করার বিষয়ে সম্মত হয়।

৫৩ বছর বয়সী স্বল্প পরিচিত আইনের অধ্যাপক কন্টে ফাইভ স্টার আন্দোলনের সমর্থন পান সে সময়। আন্দোলনটি দেশটির তৃণমূল পর্যায়ের প্রতিবাদ থেকে প্রতিষ্ঠিত হয়েছে। ইতালি প্রথাবিরোধী রাজনৈতিক দলের এমন জনসমর্থন পাওয়ায় জার্মানি ও ফ্রান্সসহ ওই এলাকায় বেশিরভাগ রাজনৈতিক দলই বিস্মিত হয়। কারণ এই প্রথম পশ্চিম ইউরোপের বড় কোনও দেশে এমন প্রথাবিরোধী দল সরকার গঠন করেছিল।

 

সূত্র বিডি জার্নালঃ

পাঠকের মতামত

Comments are closed.