247776

৫ বছরের ‘এ্যাকশন-প্লান’ করছে তুরস্ক ইন্টারনেট-অনলাইন আসক্তি মোকাবেলায়

ডেস্ক রিপোর্ট : তুরস্কের স্বাস্থ্য মন্ত্রণালয় প্রযুক্তি আসক্তি প্রতিরোধে ৫ বছরের পরিকল্পনা হাতে নিয়ে বলেছে, যেভাবে তরুণ প্রজন্ম ইন্টারনেট, অনলাইনসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে আসক্ত হয়ে পড়ছে তার ফলে বিষয়টি তাদের মানসিক স্বাস্থ্যের ওপর বিরাট হুমকি সৃষ্টি করেছে। তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী ফাহরেট্টিন কোকা বলেছেন, ইন্টারনেট গেমস, অনলাইনে জুয়াসহ বিভিন্নভাবে প্রযুক্তি আসক্তিজনিত ক্ষতিকারক প্রভাব থেকে তরুণ সমাজকে মুক্তি দেয়াই ওই ‘এ্যাকশন প্লানে’র লক্ষ্য। ডেইলি সাবা

পরিকল্পনাটি তিনভাগে বিভক্ত হবে। এগুলো হচ্ছে তথ্যপ্রযুক্তির ব্যবহার নিরাপদ ও দক্ষ করে তোলা, ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যমের ক্ষতিকারক দিক থেকে রক্ষা পাওয়া ও অনলাইনে জুয়ার আসক্তি থেকে দূরে রাখা। এছাড়া ইন্টারনেট আসক্তির ক্ষতিকারক দিক সম্পর্কে ব্যাপক জনসচেতনতা গড়ে তোলা হবে। বিশেষ করে শিশু ও তরুণদের লক্ষ্য করে শিক্ষামূলক কর্মসূচি হাতে নিচ্ছে দেশটির সরকার। শিক্ষামন্ত্রী বলেন, আমাদের লক্ষ্য তরুণ প্রজন্ম সামাজিক যোগাযোগ মাধ্যমে ৮ শতাংশ সময় কম ব্যয় করে গবেষণায় ইন্টারনেটের ব্যবহার যাতে ১০ শতাংশ বৃদ্ধি করতে পারে। সেই সাথে প্রযুক্তি আসক্তি থেকে পুনর্বাসন ও চিকিৎসার জন্যে সহজ ব্যবস্থা করছে তুরস্ক সরকার। কারণ এধরনের আসক্তি দেশটিতে শারীরিক ও সামাজিক সমস্যা তৈরি করেছে। তুরস্কে ৪ কোটি মানুষ ইন্টারনেট ব্যবহারে অভ্যস্ত।

পাঠকের মতামত

Comments are closed.