247534

চাকমা ভাষা যোগ কারা হলো ফেইসবুকে

ডেস্ক রিপোর্ট : দ্বিতীয় বাংলাদেশি ভাষা হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে যোগ হয়েছে চাকমা ভাষা। বাংলাদেশ, ভারতসহ বিশ্বের অন্যান্য দেশ মিলিয়ে অন্তত ১০-১৫ লাখ চাকমা ফেসবুক ব্যবহারকারী রয়েছে। ফেসবুকে ভাষাটি যুক্ত করতে দীর্ঘদিন থেকেই কাজ করেছেন জ্যোতি চাকমা।

তিনি বেশ কয়েক বছর ধরেই ফেইসবুককে নিজেদের ভাষা যুক্ত করতে ফেসবুক কর্তৃপক্ষের কাছে দেনদরবার করে আসছেন। ফেইসবুকের সঙ্গে কথার পর অবশেষে সম্প্রতি ভাষাটি যুক্ত করা হয়।

এটি ব্যবহার করতে আগে ফেইসবুকে ভাষাটি সেট করে নিতে হবে। ব্যবহারকারী নিজের হোম পেজ থেকে উপরের ডান দিকের টুল বার থেকে সেটিং অপশনে যেতে হবে। সেখানে ক্লিক করলে বাম দিকে আরও অনেক অপশন আসবে। সেখান থেকে ‘ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রিজিয়ন’ অপশন আসবে। সেখানে ক্লিক করলে ডান দিকে রিজিয়ন অপশন আসবে। ওই স্থানে এডিটে ক্লিক করলে বাংলাদেশি হিসেবে দুটি ভাষা দেখাবে। একটি বাংলা, অন্যটি চাকমা। আগ্রহীদের চাকমা ভাষাটি সিলেক্ট করতে হবে। এর মাধ্যমে চাইলেই চাকমা ভাষায় যেকোনো পোস্ট, মন্তব্য শেয়ার করা যাবে অনায়াসে।

পাঠকের মতামত

Comments are closed.