246123

চোখের স্মার্টলেন্স ভিডিও করবে, ছবিও তুলবে

অনলাইন সংস্করণঃ- দৃষ্টি সমস্যা বা শখের বসে কন্টাক্ট লেন্স ব্যবহার করেন অনেকেই। ভবিষ্যতে এই লেন্স কাজে লাগিয়ে আশপাশের ছবি তোলার পাশাপাশি ভিডিওও করা যাবে।

এ জন্য স্মার্টলেন্সের মধ্যেই বসানো হবে ক্যামেরা ও ছোট একটি অ্যান্টেনা। সাধারণ লেন্সের আদলে চোখে পরা যাবে বিশেষ ধরনের স্মার্টলেন্সটি। ছবি বা ভিডিও তোলার জন্য কোনো সুইচ বা অ্যাপও ব্যবহার করতে হবে না। চোখের মণি বিশেষ ভঙ্গিতে নাড়ালেই ছবি তোলা বা ভিডিও করা যাবে। এরই মধ্যে স্মার্টলেন্সটি তৈরির জন্য যুক্তরাষ্ট্রের মেধাস্বত্ব কার্যালয় থেকে অনুমোদন পেয়েছে স্যামসাং। অগমেন্টেড রিয়ালিটি (এআর) প্রযুক্তিনির্ভর সেবা দিতে স্মার্টলেন্সটি তৈরির উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।

 

সূত্র : মেইল অনলাইন

পাঠকের মতামত

Comments are closed.