245555

আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স সাঁজোয়া যুদ্ধযান তৈরি করতে যাচ্ছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়

ডেস্ক রিপোর্ট : চার জন নয়, মাত্র দুই জনের পক্ষে পরিচালনা করা সম্ভব এমন সাঁজোয়া যুদ্ধযান তৈরি করতে যাচ্ছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়। যাতে থাকবে টাচস্ক্রিন, ৩৬০ ডিগ্রি চারপাশের দৃশ্য, ভিডিও গেমের মত কন্ট্রোল প্যানেল, স্বয়ংক্রিয় ড্রাইভিংও টার্গেট সনাক্তকরণ, বিভিন্ন সেন্সর ও ক্যামেরা, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তাসহ অন্যান্য সুবিধা।

প্রকল্পে সংশ্লিষ্টরা বলছেন, তৈরি হয়ে গেলে এটি হবে অনন্য এক অর্জন। এনডিটিভি

তিন বছর আগে চালু করা ‘কারমেল’ প্রোজেক্টের উদ্দ্যেশ্য ছিল শুধু আধুনিক ট্যাংক তৈরি নয় বরং এর সাথে বিভিন্ন সেন্সর ও প্রযুক্তি প্রস্তুত করা যাতে করে তা বর্তমান ট্যাংকগুলোতে যুক্ত করে সেগুলোর আধুনিকায়ন করা সম্ভব হয়।

কাজটি সম্পন্ন করতে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় তিনটি কোম্পানিকে দায়িত্ব দেয়; রাষ্ট্রায়াত্ব এরোস্পেস ইন্ডাস্ট্রিস, রাফায়েল এডভান্স ডিফেন্স সিস্টেম ও এলবিট সিস্টেম।

পাঠকের মতামত

Comments are closed.