243433

সাদা পোশাক তুলে রাখলেন আমির

অনলাইন সংস্করণঃ- টেস্ট ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দিলেন পাকিস্তানি বাঁ-হাতি তারকা ফাস্ট বোলার মোহাম্মদ আমির। একদিনের আন্তর্জাতিক ও টি-টোয়েন্টি ক্রিকেটে মনোনিবেশ করতেই টেস্ট থেকে বিদায় নিলেন ২৭ বছর বয়সী এই বোলার।

এক দশক আগে মাত্র ১৭ বছর বয়সে গলে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে অভিষিক্ত হয়ে মোহাম্মদ আমির পরের বছরই নিষিদ্ধ হন ম্যাচ ফিক্সিংয়ের অপরাধে। ২০১০ সালে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে ইচ্ছাকৃতভাবে নো বল করে কেবল নিষিদ্ধ নয়, জেলেও যেতে হয় তাকে।

পাঁচ বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ২০১৬ সালে আবার জাতীয় দলে ফিরে নিজের জাত চেনাতে বেশি দেড়ি করেননি আমির। বাংলাদেশে অনুষ্ঠিত এশিয়া কাপে যেন ফিরে পান হারানো ছন্দ। ২০১৭ সালে পাকিস্তানকে চ্যাম্পিয়ান্স ট্রফি আমির জিতিয়েছেন বললেও খুব বেশি বলা হবে না। এরপর আবার ছন্দপতন।

উইকেট ক্ষরায় ভুগতে থাকা আমিরের জায়গা হয় ফের জাতীয় দলের বাইরে। সম্প্রতি শেষ হওয়া বিশ্বকাপের একাদশেও স্থান হয়নি তিনি। তারপরও খেলার সুযোগ পেয়েছেন আর জ¦লেও উঠেছেন। ১৭ উইকেট শিকার করেন এবারের বিশ্বকাপের আসরে।নিজের অবসর প্রসঙ্গে আমির বলেন, ‘পাকিস্তানের হয়ে খেলা আমার জন্য সবচাইতে সম্মানের অর্জন। আর আমার চাওয়া সবসময়ই দলের জন্য ভালো খেলা।

টি-টোয়েন্টি বিশ্বকাপসহ আসন্ন সব চ্যালেঞ্জের জন্য নিজেকে প্রস্তুত করতে চাই। ’আমিরের অবসর নিয়ে সুইং সম্রাট ওয়াসিম আকরাম বলেন, ‘তরুণ একজন খেলোয়াড় হিসেবে আমির দারুণভাবে আরও শক্তিশালী হয়ে ফিরে এসেছে, কেবল একজন ক্রিকেটোর হিসেবেই নয়, ভালো মানুষ হিসেবেও।’

২০১৭ সালে কিংসটনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট ক্যারিয়ারের সর্বোচ্চ ছয় উইকেট পাওয়া আমির ৩৬টি টেস্ট খেলে গড়ে শিকার করেছেন ১১৯টি উইকেট। এর মধ্যে গলের অভিষেক ম্যাচ থেকে নিষিদ্ধ হওয়া পর্যন্ত খেলেছেন ১৪টি ম্যাচ, নিয়েছেন ৫১ উইকেট। আর নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার পর ২২ টেস্ট খেলে শিকার করেছেন ৬৮টি উইকেট।

 

সূত্র দৈনিক আমাদের সময়ঃ

পাঠকের মতামত

Comments are closed.