243152

বাংলাদেশের হয়ে আরো এক দেড় বছর খেলুক মাশরাফি : মালিঙ্গা

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ দলের সাফল্যের পেছনে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার অবদান অবিস্মরণীয়। দলের জন্য অনেক কিছুই করেছেন তিনি। বড় ধরনের ইনজুরি নিয়েও বিদায় না নিয়ে দলকে আগলে রেখেছেন তিনি। শ্রীলঙ্কা সফরে হাঁটুর ইনজুরির কারণে খেলতে না পারলেও তার প্রশংসা সেখানেও সরব। শ্রীলঙ্কান পেসার লাসিথ মালিঙ্গা মনে করেন মাশরাফি দলকে যেভাবে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন এভাবে আরো এক দেড় বছর খেলার মতো সামর্থ্য আছে তার।

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ খেলেই ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দিবেন মালিঙ্গা। অবসর নেওয়ার আগে তিনি মাশরাফির ভূয়সী প্রশংসা করে বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে ভালো করতে হলে কি করতে হবে তা আপনাকে বুঝতে হবে। সে বাংলাদেশের জন্য অনেক কিছুই করেছে। আমি মনে করি সে বাংলাদেশের জন্য আরও এক দেড় বছর খেলতে পারে। বাংলাদেশের ক্রিকেটের জন্য সে অনেক স্পেশাল কিছুই করেছে।’

২৬ জুলাই বাংলাদেশের বিপক্ষে অনুষ্ঠিত হতে যাওয়া সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ দিয়েই ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলবেন লাসিথ মালিঙ্গা। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল তিনটায় শুরু হবে ম্যাচটি।

পাঠকের মতামত

Comments are closed.