243133

একাধিক নারীর সঙ্গে পাকিস্তানি ক্রিকেটারের আপত্তিকর চ্যাট, স্ক্রিনশট ভাইরাল

অনলাইন সংস্করণঃ- বিতর্ক যেন পাকিস্তান ক্রিকেটের পিছু ছাড়ছে না। বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে মাঝেমধ্যেই আলোচনায় উঠে আসে দেশটির সাবেক ও বর্তমান ক্রিকেটারদের নাম। এবার বিতর্কিত কর্মকাণ্ডে নাম জড়িয়েছেন ইমাম-উল হক।

পাকিস্তানভিত্তিক গণমাধ্যম প্রো পাকিস্তানির প্রতিবেদনে বলা হয়েছে, একাধিক নারীর সঙ্গে আপত্তিকর চ্যাটিং করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে। নারীদের সঙ্গে হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামে কথোপকথনের ওই স্ক্রিনশটগুলো ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

অপরিচিত নম্বর দিয়েও নারীদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করতেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও প্রধান নির্বাচক ইনজামাম-উল হকের এই ভাতিজা।

জানা গেছে, গেল ছয় মাস ধরে সাত থেকে আটজন নারীর সঙ্গে চ্যাটিং করেছে বাঁহাতি এই পাকিস্তানি ওপেনার। এমনকি তাদের সঙ্গে ডেটিং করারও অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

ক্যারিয়ারের শুরু থেকেই অভিযোগ ছিল, চাচার কারণে জাতীয় দলে সুযোগ পেয়েছেন ইমাম-উল হক। তবে পারফরম্যান্স দিয়ে এসব সমালোচনা অনেকটাই ভুলিয়ে দিয়েছিলেন তিনি। কিন্তু নারীঘটিত কারণে এবার নতুন করে আলোচনায় উঠে এসেছেন ইনজামামের ভাতিজা।

 

সূত্র দৈনিক আমাদের সময়ঃ

পাঠকের মতামত

Comments are closed.