241880

জিম্বাবুয়ের সদস্য পদ স্থগিত করল আইসিসি

অনলাইন সংস্করণঃ- জিম্বাবুয়ের সদস্যপদ স্থগিত করল ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল(আইসিসি)।লন্ডনে আইসিসির বার্ষিক সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় সংস্থাটি।

ক্রিকেট বোর্ড পরিচালনায় জিম্বাবুয়ে সরকারের অযাচিত রাজনৈতিক হস্তক্ষেপের কারণে সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। আইসিসির পূর্ণ সদস্য ছিল জিম্বাবুয়ে। এই সিদ্ধান্তের ফলে এখন আইসিসির ফান্ডিং পাবে না দেশটি। জাতীয় দল কিংবা বয়সভিত্তিক দলগুলো আইসিসির কোনো ইভেন্টেও অংশগ্রহণ করতে পারবে না।

আইসিসির চেয়ারম্যান শশাঙ্ক মনোহর বলেন, ‘আমরা চাই আমাদের খেলা রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত নিশ্চিত করতে চাই। জিম্বাবুয়ে ক্রিকেটে যা ঘটেছে সেটা আইসিসির নিয়মের গুরুতর লঙ্ঘন। আমরা এটা কিছুতেই এভাবে চলতে দিতে পারি না।’

তবে আইসিসি জানিয়েছে, তিন মাসের মধ্যে নির্বাচন দিয়ে বোর্ডে নির্বাচিত প্রতিনিধি ফিরিয়ে আনলে অক্টোবরের সভায় বিষয়টি বিবেচনা করবে তারা। এদিকে অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্ব খেলার কথা ছিল জিম্বাবুয়ের। সেটিও এখন অনিশ্চিত হয়ে পড়ল বলা যায়।

এদিকে আইসিসির শর্তগুলো পূরণ করতে না পারায় জাম্বিয়া ক্রিকেট ইউনিয়ন ও ক্রোয়েশিয়া ক্রিকেট ফেডারেশনের সদস্যপদও স্থগিত করেছে আইসিসি। আর অসামঞ্জস্যপূর্ণ থাকায় বহিষ্কার করা হয়েছে মরোক্কোন রয়েল ক্রিকেট ফেডারেশনকে।

 

সূত্র দেশ রূপান্তরঃ

পাঠকের মতামত

Comments are closed.