241860

আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ ফুটবলের বাছাইপর্ব শুরু করবে বাংলাদেশ

অনলাইন সংস্করণঃ- ২০২২ বিশ্বকাপ ফুটবলের আঞ্চলিক বাছাইপর্ব পেরিয়ে বাংলাদেশ দলের সুযোগ মিলেছে চূড়ান্ত বাছাইয়ে। সেখানে বাংলাদেশকে খেলতে হবে ৪টি দলের বিরুদ্ধে। যে দলগুলোর গ্রুপপর্ব নির্ধারণ হয়েছে আজ। মালেশিয়ার কুয়ালামপুরে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপ ২০২২ ও এএফসি এশিয়ান কাপ ২০২৩ এর ড্রতে গ্রুপ ‘ই’তে অবস্থান করছে বাংলাদেশ। যে গ্রুপে বাংলাদেশের সঙ্গী ভারত, আফগানিস্তান, ওমান ও বিশ্বকাপের স্বাগতিক কাতার। আগামী ৫ সেপ্টেম্বর বাছাইপর্বের ম্যাচ শুরু হলেও বাংলাদেশের খেলা মাঠে গড়াবে ১০ সেপ্টেম্বর। আফগানিস্তানের মাঠে তাদের বিরুদ্ধেই লড়বে জামল ভূঁইয়ারা।

ড্র অনুষ্ঠানে ৪০টি দেশকে ৮টি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতিটি গ্রুপে পাঁচটি করে দল রয়েছে। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে খেলাগুলো আগামী ৫ সেপ্টেম্বর ২০১৯ এ শুরু হয়ে ৯ জুন ২০২০ পর্যন্ত চলবে। প্রতি গ্রুপের চ্যাম্পিয়ন ও আট গ্রুপের সেরা চার রানার্সআপ, অর্থাৎ ১২ টি দল এএফসি এশিয়ান কাপ ২০২৩ এর মূলপর্ব ও ফিফা বিশ্বকাপ ২০২২ এর ফাইনাল কোয়ালিফাইং রাউন্ডে খেলার সুযোগ পাবে।

বাছাইপর্বে মোট ৮টি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। হোম ও অ্যাওয়ে ভিত্তিতে প্রতি দলের বিরুদ্ধে দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। ৫ সেপ্টেম্বর আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলার পর ১০ অক্টোবর ঢাকার মাঠে কাতারের মুখোমুখি হবে বাংলাদেশ দল। ১৫ অক্টোবর ভারতের মাটিতে অ্যাওয়ে ম্যাচ খেলতে যাওয়ার পর এক মাস বিরতি পাবে লাল-সবুজের সেনারা। বিরতি থেকে ফিরে ১৪ নভেম্বর ওমানের মাঠে আতিথেয়তা নেবে জেমি ডের শিষ্যরা।

আফগানিস্তানের বিরুদ্ধে হোম ম্যাচ খেলবে আগামী বছরের ২৬ মার্চ। ৫দিন পর ৩১ মার্চ কাতার সফরে যাবেন মতিন মিয়া ও জনিরা। নিজেদের শেষ দুটি হোম ম্যাচে ৪ জুন ভারতকে স্বাগত জানাবে বাংলাদেশ। আর ৯ জুন ঘরের মাঠে ওমানের বিরুদ্ধে ম্যাচ দিয়েই ২০২২ ফুটবল বিশ্বকাপের বাছাইপর্ব শেষ করবে বাংলাদেশ।

 

সূত্র আমাদেরসময়.কমঃ

পাঠকের মতামত

Comments are closed.