241667

ভেঙ্গে যাওয়া হাতটির কয়েকটি টুকরো জোড়া লাগালেন চিকিৎসক

রিবাতুল ইসলাম:ক্রাশারের ভেতরে লোকটি হাত ঢুকে কয়েক টুকরোতে পরিণত হয়েছিল আঙ্গুল এমনকি পাঞ্জাটিও। ১৩ ঘন্টা ধরে অস্ত্রোপচার করে চিকিৎসক আঙ্গুলগুলো জোড়া লাগান, শিরা উপশিরাগুলো ফের জুড়ে দেন নিখুঁতভাবে একটির সঙ্গে আরেকটির। যাতে রক্ত পুনরায় চলাচল করতে পারে। পুরোনো প্লাস্টিকের বোতল থেকে শুরু করে এধরনের বিভিন্ন পণ্য ছোট ছোট টুকরোতে পরিণত করতে ওই ক্রাশার মেশিন ব্যবহার করা হয় যার মধ্যে দুর্ঘটনাবশত ওই ব্যক্তির হাত ঢুকে যায়। এরপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

অনেকে মনে করেন তার হাত হয়ত কব্জি থেকে কেটেই ফেলতে হবে। থাইল্যান্ডের সামুট প্রাকানে ঘটে এ ঘটনা। অর্থপেডিক সার্জন ডা. উইচিট সিরিটাট্টামরঙ্গ এ অস্ত্রোপচার করেন। তিনি একজন প্রখ্যাত রিকনস্ট্রাকটিভ মাইক্রোভাস্কুলার সার্জন। ডা. উইচিট বলেন, কয়েকটি ধাপে ধারাবাহিকভাবে এই অস্ত্রোপচারে সফলতা আসে। প্রথমে ওই রোগি আমাকে বলেই বসেন কেন আমার আঙ্গুলগুলো একবারেই জোড়া লাগানো হয়নি। তারপর তাকে তার হাত ভেঙ্গে যাওয়ার এক্সরে রিপোর্ট দেখাই। এবং বলি সে আসলে সৌভাগ্যবান যে তার হাত অস্ত্রোপচারের পর একটি শেপে এসেছে। যাতে তাকে আর অন্তত বিকলাঙ্গ হতে হয়নি।

এধরনের রোগি পাওয়ার পর প্রতিজ্ঞা নিয়ে কাজ শুরু করি। কারণ রোগিও তার হাত ঠিক আগের মত করে দিতে চাইত। কিন্তু অনেক চেষ্টা করেও যতটা সম্ভব হয়েছে ততটাই জোড়া লাগাতে পেরেছি। আমি যেমন খুশি তেমনি রোগিও এখন বুঝতে পেরে তার হাত ফিরে পেয়ে সুস্থ জীবন যাপন করতে পেরে খুশি।

পাঠকের মতামত

Comments are closed.