241464

ফুটবলকে বিদায় জানালেন মোহামেডানের ‘টাইগার শরীফ’

অনলাইন সংস্করণঃ- সময়টা ২০০৬। মোহামেডানের হয়ে খেলতে নামার পর সমর্থকরা আমাকে টাইগার বলে সম্বোধন করেন, কারণ ঐ সময়টা আমি অনেক এগ্রেসিভ ফুটবল খেলতাম। এরপর মোহামেডানের সতীর্থরা একই নামে ডাকা শুরু করেন। ‘টাইগার শরীফ’ নামটা আমার কাছে একটি আলাদা আবেগের জায়গা। কেউ এই নামে ডাকলে আমার স্পিড ১০০ থেকে ১২০ এ চলে যায়।এ ই নামটি আমাকে অনুপ্রানিত করে। কিন্তু ফুটবল মাঠে আর দেখা যাবে না এই টাইগার শরীফকে। কেননা আজ ঢাকা ডার্বিতে আবাহনীকে হারানোর পরই সব ধরনের ফুটবল থেকে অবসর নিয়েছেন জাতীয় দলের ফুটবলার মোহাম্মদ শরীফ।

২০০৬ সালে জাতীয় দলে সুযোগ পাওয়া শরীফ আন্তর্জাতিক ক্যারিয়ারে আসার আগে খেলেছেন বয়সভিত্তিক দলে। দেশের স্বনামধন্য বেশ কয়েকটি ক্লাবের জার্সি পরারও সুযোগ পেয়েছেন তিনি। ২০০৫ থেকে ২০১১ পর্যন্ত মোহামেডানে ছিলেন। এরমধ্যে এক বছর আবার অধিনয়কত্বও করেছেন। ২০১১-২০১৬ পর্যন্ত খেলেছেন শেখ জামালে। ২০১২-২০১৩ মৌসুমে ধানমন্ডির দলটির ভার ছিলো তার কাঁধে।

আজ ঢাকা ডার্বিতে আবাহনীকে ৪-০ গোলে হারিয়েছে মোহামেডান। এরকম ম্যাচে জয় নিয়ে অবসরে যাওয়ার সৌভাগ্য অনেকেরই হয়নি। এরকম ম্যাচ দিয়ে ক্যারিয়ারের ইতি টানতে পেরে নিজেকে সৌভাগ্যবানই মনে করছেন।

বঙ্গবন্ধু স্টেডিয়ামে শরীফের বিদায় উপলক্ষ্যে তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। শরীফ নিজের স্ত্রী ও সন্তান নিয়ে নিজের বিদায়ী মঞ্চে উঠেছিলেন টাইগার শরীফ।

 

সূত্র আমাদেরসময়.কমঃ

পাঠকের মতামত

Comments are closed.