241538

তুরস্কের ওপর নিষেধাজ্ঞা আরোপ করল ইইউ

অনলাইন সংস্করণঃ- সাইপ্রাস উপকূলে তেল-গ্যাস অনুসন্ধান এবং নৌমহড়ার অব্যাহত রাখার বিষয়ে তুরস্কের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন।

সোমবার ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা তুরস্কের সঙ্গে উচ্চপর্যায়ের রাজনৈতিক বৈঠক বাতিল, বিমান চুক্তি নিয়ে আলোচনা স্থগিত এবং তুরস্কের জন্য নির্ধারিত ইইউর সহায়তা তহবিল হ্রাস করতে সম্মত হন।

এ ছাড়া সাইপ্রাসসহ ইউরোপীয় ইউনিয়নের ২৮টি সদস্য রাষ্ট্রের মন্ত্রীরা তুরস্কের ঋণদান কার্যক্রম বিশেষ করে সার্বভৌম-সমর্থিত ঋণের বিষয়ে পর্যালোচনা করার জন্য ইউরোপীয়ান ইনভেস্টমেন্ট ব্যাংককে আহ্বান জানিয়েছেন।

গ্যাস ও তেলসমৃদ্ধ সাইপ্রাসে তুরস্কের নৌমহড়াকে অবৈধ আখ্যায়িত করে তা থেকে সরে না আসলে তুরস্কের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আভাস আগেই দিয়েছিল ইউরোপীয় ইউনিয়ন।

আন্তর্জাতিক গণমাধ্যমের খবের বলা হয়েছে, তুরস্ক সাইপ্রাস উপকূলে নৌমহড়ার অব্যাহত রাখায় ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা তুরস্কের সঙ্গে উচ্চপর্যায়ের রাজনৈতিক বৈঠক বাতিল, বিমান চুক্তি নিয়ে আলোচনা স্থগিত এবং তুরস্কের জন্য নির্ধারিত ইইউর সহায়তা তহবিল হ্রাস করতে সম্মত হন।

এর আগে ইইউ তুরস্ককে হুঁশিয়ার করে বলেছিলো,সাইপ্রাসে যদি তুরস্ক নৌমহড়া অব্যাহত রাখে তাহলে তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হবে।তবে ইউরোপের এসব হুঁশিয়ারি আমলে নেয়নি তুরস্ক।

শুধু তাই নয় ইউরোপীয় ইউনিয়ন তুরস্কের নৌমহড়াকে অবৈধ আখ্যায়িত করে তা থেকে সরে আসার আহ্বান জানিয়েছিলো। কিন্তু তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছিলো, গ্রিসের পররাষ্ট্র মন্ত্রণালয় ও ইউরোপীয় নেতাদের আহ্বান আমরা প্রত্যাখ্যান করছি। কারণ তাদের বিবৃতিতে আমাদের তৎপরতাকে অবৈধ বলে আখ্যায়িত করা হয়েছে। আর ইউরোপ কখনো তুরস্কের সমস্যা সমাধানে মধ্যস্ততাকারী হতে পারে না।

 

সূত্র দি বাংলাদেশ টুডেঃ

পাঠকের মতামত

Comments are closed.