241621

চীনের নেতিবাচক প্রবৃদ্ধির খবরে কমলো তেলের দর

অনলাইন সংস্করণঃ- মঙ্গলবার চীনের দ্বিতীয় প্রান্তের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৬ দশমিক ২ শতাংশে নেমে আসার খবরে সরাসরি প্রভাব পড়েছে বৈশ্বিক অপরিশোধিত জ্বালানি তেলের বাজারে। এই সংবাদ প্রকাশের পরেই মঙ্গলবার বিশ্ববাজারে জ্বালানি তেলের দর বিশেষ করে হেভি ক্রুডের দর কমেছে। কমেছে লাইট ক্রুডের দরও। যার নেপথ্যে অবশ্য বিশ্বের প্রধান তেল উৎপাদক যুক্তরাষ্ট্রের উৎপাদন বৃদ্ধির কারণও অবদান রাখে। সূত্র : দ্য হিন্দু বিজনেস লাইন।

হ্যারিকেন ব্যারির পরে মেক্সিকো উপসাগরের ওয়েল রিগগুলো থেকে ফের তেল উত্তোলন বেড়েছে। বেড়েছে যুক্তরাষ্ট্রের শেলঅয়েল উৎপাদনও। শেলঅয়েল উৎপাদন অচিরেই নতুন রেকর্ড সৃষ্টি করবে, এমনটাই ধারণা জ্বালানি বিশেষজ্ঞদের। এই অবস্থায় চীনের নেতিবাচক প্রবৃদ্ধির খবর বাজারে সরবরাহের তুলনায় চাহিদা নিয়ে নতুন করে সংশয় তৈরি করে। যার প্রভাবে লাইট ক্রুডের মার্কিন বাজার ব্রেন্ট ফিউচারর্স-এ ব্যারেলপ্রতি দর ৪ সেন্ট কমে ৬৬ দশমিক ৪৪ ডলারে এসে দাঁড়ায়। মধ্যপ্রাচ্য এবং রাশিয়ার তেল সরবরাহ নিয়ন্ত্রণের কারণে লাইটক্রুডের বাজার খুব একটা প্রভাবিত হয়নি। যা হয়েছে হেভিক্রুডের ক্ষেত্রে। হেভিক্রুডের মার্কিন বাজার ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট মঙ্গলবারের লেনদেনে ১৩ সেন্ট দর হারিয়ে ব্যারেলপ্রতি ৫৯ দশমিক ৪৫ ডলারে নেমে আসে।

এদিকে গত সোমবার মার্কিন হ্যারিকেন ব্যারির পর মেক্সিকো উপসাগরের সামুদ্রিক তেলক্ষেত্রে উৎপাদন আবার পূর্বের মাত্রার দুই-তৃতীয়াংশে ফিরেছে। অচিরেই পূর্ণ উৎপাদন সক্ষমতা চালু করা সম্ভব বলেই মার্কিন জ্বালানি কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন। ঝড়ের আগে প্রতিদিন মেক্সিকো উপসাগরের তেল উৎপাদন ছিলো দৈনিক ১৩ লাখ ব্যারেল।

 

সূত্র আমাদেরসময়.কমঃ

পাঠকের মতামত

Comments are closed.