241222

গরুর মৃত্যুতে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী যোগী, ৮ কর্মকর্তাকে বরখাস্ত

অনলাইন সংস্করণঃ- একের পর এক গরুর মৃত্যুতে ক্ষুব্ধ ভারতের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ৩৫টি গরুর মৃত্যুতে শোক সইতে না পেরে বরখাস্ত করলেন অযোধ্যার বিডিও সহ ৮ সরকারি কর্মকর্তাকে ৷

ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, উত্তরপ্রদেশের অযোধ্যা ও মীর্জাপুরে গরু আশ্রয়কেন্দ্রে গত ১২ জুলাই থেকে একের পর এক ৩৫ গরুর মৃত্যু হয় ৷

এ ঘটনায় সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে গরুদের প্রতি অবহেলা করার অভিযোগ আনা হয়। গো-রক্ষা আইনে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেন যোগী আদিত্যনাথ ৷

তার নির্দেশে বরখাস্ত করা হয় ব্লক ডেভেলপমেন্ট কর্মকর্তা, গ্রাম পঞ্চায়েত কর্মকর্তা, ডেপুটি চিফ ভেটেনারি কর্মকর্তা, জেলার মুখ্য পশু চিকিৎসক, নগর পালিকা নির্বাহী কর্মকর্তা, মিউনিসিপ্যালটি সিটি প্রকৌশলী কর্মকর্তাসহ ৮ জনকে।

গরুর মৃত্যুর ঘটনায় পশুদের শেল্টার হোমগুলোতে অবহেলার অভিযোগ এনে শোকজ করা হয়েছে জেলা ম্যাজিস্ট্রেটকেও।

 

সূত্র দেশ রূপান্তরঃ

পাঠকের মতামত

Comments are closed.