240910

হাতে হাতে নয়, চীনের ভিক্ষুকেরা এখন অ্যাপের মাধ্যমে ভিক্ষা করবে!

ডেস্ক রিপোর্ট : চীনের ভিক্ষুকেরাও প্রযুক্তি বিদ্যায় একধাপ এগিয়ে। সেদেশের বেশ কয়েকজন টুইটার ব্যবহারকারী জানিয়েছেন, রাস্তায় রাস্তায় তারা অ্যাপের মাধ্যমে ভিক্ষা করতে দেখেছেন।হোয়াও হো নামের এক চীনা নাগরিক নিউইয়র্কে থাকেন। কদিন আগে তিনি দেশে গিয়ে এই দৃশ্য দেখে অবাক হন।

তিনি টুইটারে লিখেছেন, সাংহাইতে আমাদের কাছে এসে একজন ভিক্ষা চায়। আমি তাকে বললাম, চীনে এখন আর কেউ টাকা সঙ্গে নিয়ে বের হয় না। সে বলল, আপনি কিউআর কোড স্ক্যান করে উইচ্যাটের মাধ্যমে আমাকে অর্থ দিতে পারেন! চীনের কয়েকটি গণমাধ্যম জানিয়েছে, একজন ভিক্ষুকের কিউআর কোড স্ক্যান করে ০.৭-১.৫ ইউয়ান পরিশোধ করা যায়। উইচ্যাটের ওই অ্যাপ দিয়ে তারা সপ্তাহের ৪৫ ঘণ্টায় সাড়ে চার হাজার ইউয়ানের বেশি আয় করতে পারে।

পাঠকের মতামত

Comments are closed.