240890

ফাইনালে কেমন থাকবে আবহাওয়া?

অনলাইন সংস্করণঃ- প্রথম বিশ্বকাপ শিরোপা ঘরে তোলার লক্ষ্য নিয়ে স্বাগতিক ইংল্যান্ড ও নিউজিল্যান্ড মাঠে নামবে রোববার। লর্ডসে অনুষ্ঠিত হবে ২০১৯ বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি। কারা জিতবে শিরোপা, এই প্রশ্নের সঙ্গে লর্ডসে আবহাওয়া কেমন থাকবে এ নিয়েও কৌতূহল সবার মনে।

এবারের বিশ্বকাপে আবহাওয়া বড় ভুগিয়েছে। লিগ পর্বে চার-চারটি ম্যাচ বাতিল হয়েছে বৃষ্টির কারণে। শুধু লিগ পর্ব নয়, সেমিফাইনালেও ছিল বৃষ্টির বাগড়া। ভারত-নিউজিল্যান্ড ম্যাচ গড়িয়েছিল রিজার্ভ ডে-তে। যেখানে ভারতকে হারিয়ে ফাইনালে ওঠে নিউজিল্যান্ড।

ফাইনালেও তাই ‍বৃষ্টি বাগড়া বসায় কিনা এ নিয়ে জল্পনা। তবে ক্রিকেট ভক্তদের জন্য সুখবর দিচ্ছে আবহাওয়ার পূর্বাভাস। এক দিনেই পুরো ম্যাচ শেষ করা যাবে বলে জানাচ্ছে আবহাওয়া বার্তা।

আবহাওয়া পোর্টার অ্যাকুওয়েদারের পূর্বাভাস অনুযায়ী, ম্যাচের যে সময়সীমা তার মধ্যে বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। তবে আকাশ থাকবে মেঘলা। তাপমাত্রা থাকবে ২১ থেকে ২৩ ডিগ্রির মধ্যে থাকবে। রাত ১০টা থেকে ১২টা পর্যন্ত আকাশ পুরো পরিষ্কার থাকবে বলেই মনে করা হচ্ছে।

দর্শকরাও চায় সেটি। নির্ঝঞ্ঝাট এক ফাইনাল।

 

সূত্র দেশ রূপান্তরঃ

পাঠকের মতামত

Comments are closed.