240494

সাইবেরিয়ার সিসিলি থেকে সাবধান, ছবি তুলবেন জলে গা ভিজালেই বিপদ!

রিবাতুল ইসলাম : ইনস্টাগ্রামে রাশিয়ার ওই সাইবেরিয় সিসিলি লেক নামে খ্যাত হ্রদটিতে অনেকে যেয়ে নানা ভঙ্গিমায় ছবি তোলেন। অনেকে নীল জলের আকর্ষণে তর সইতে না পেরে সাঁতরাতেনামেন। কিন্তু সেখানকার কর্তৃপক্ষ সাবধান করে দিয়েছে ওই জল সাঙ্ঘাতিক দূষিত। এল্যার্জি সহ শরীরে ওই জল নানা ধরনের রোগ বাঁধাতে পারে। ব্লু লেগুন হিসেবে পরিচিত ওই হ্রদের পানি আসলেনানা ধরনের রাসায়নিক কনা যুক্ত। রাশিয়ার নভোসিব্রিস্ক শহরের কাছেই লেগুনটি। লেগুন বলুন, হ্রদ বলুন আর জলাশয় বলুন বিশে^র নানা প্রান্ত থেকে পর্যটকরা এসে সেখানে ছবি তুলতে ভোলেন না।

চারপাশে হিম ঠাণ্ডা পরিবেশ আর চকচকে সাদা ধবধবে বালুর হাতছানি। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেখানকার ছবি ভাইরাল হয়ে পড়ে। তবে স্থানীয় কর্তৃপক্ষ সেখানকার দূষিত পানি নিয়ে কঠিনসতর্কিকরণ দিয়েছে। যা স্বাস্থ্যের জন্যে মারাত্মক ক্ষতিকর হিসেবে উল্লেখ করা হয়েছে। সেখানকার তাপমাত্রা মাইনাস ৪০ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু পাশেই কয়লা বিদ্যুৎ কেন্দ্র থেকে বর্জ্য এসেলেকটিকে যে দূষিত করেছে তা একদমই টের পাওয়া যায় না।

বিশেষ করে তরুণ মডেল ও তরুণী মডেলদের সেখানে ছবি তুলতে দেখা যায় বেশ। স্থানটিকে রাশিয়ার মালদ্বীপ বা স্বর্গ হিসেবেও অনেকে উল্লেখ করেন। পাশের কয়লা বিদ্যুৎ কেন্দ্রের মালিক ৪৭বছরের বিজনেস টাইকুন আন্দ্রে মেলনিচেঙ্কো। যার সম্পদের পরিমান পৌণে ১১শ কোটি পাউন্ড। রয়েছে সমুদ্রগামী প্রমোদতরী। এমনকি ওই বিদ্যুৎ কেন্দ্র কর্তৃৃৃপক্ষ লেকটির নীল জলে কাউকে নামতেনিষেধ করে দিয়েছে। নোটিশ দেয়া হয়েছে ওই জলে কেউ নামলে তাকে উদ্ধারের জন্যে লাইফগার্ড পর্যন্ত নেই। শুধু বিদ্যুৎ কেন্দ্র থেকে কয়লার ছাই বা বর্জ পরিবহনের জন্যে লেকটি ব্যবহার করা হয়।কিন্তু যারা সেখানে ছবি তুলতে যান তারা ওই নীল জল স্পর্শ না করে থাকতে পারেন না। কর্তৃপক্ষের আবেদন যত ছবি তুলুন আপত্তি নেই কিন্তও দয়া করে জল স্পর্শ করবেন না। এটি চেরনোবিল নয়কিন্তু নিরাপদও নয়।

পাঠকের মতামত

Comments are closed.