240659

ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে বাংলাদেশের এমপিরা

অনলাইন সংস্করণঃ- ইন্টার পার্লামেন্টারি ক্রিকেট বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে উঠে গেছে বাংলাদেশ। শুক্রবার দেশের এমপিরা ৩৭ রানে জয় পান।

বেকেনহ্যামের কেন্ট কাউন্টি ক্লাব গ্রাউন্ডে আগে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ১৮৩ রান তোলে বাংলাদেশের সংসদ সদস্যরা। জবাবে স্বাগতিক ইংল্যান্ড ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৬ রানের বেশি তুলতে পারেনি।

ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলতে যাওয়া এনামুল হক জুনিয়র অতিথি খেলোয়াড় হিসেবে বাংলাদেশ দলে খেলেন। তিনি নেন ৪ উইকেট।

পাকিস্তানকে ১২ রানে হারিয়ে শুরু হয়েছিল বাংলাদেশের অভিযান। এরপর দক্ষিণ আফ্রিকাকে ২১ রানে উড়িয়ে সেমিফাইনালে ওঠে নাঈমুর রহমান দুর্জয়ের দল।

ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান।

আইসিসি বিশ্বকাপে অংশ নেয়া দলগুলোর মধ্যে আট দেশের সংসদ সদস্যরা খেলছেন এই টুর্নামেন্ট। আট দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। বাংলাদেশের গ্রুপে আছে দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান ও নিউজিল্যান্ড।

বাংলাদেশ পার্লামেন্টারি ক্রিকেট দল: নাঈমুর রহমান দুর্জয় (অধিনায়ক), জুনায়েদ আহমেদ পলক, নাহিম রাজ্জাক, আনোয়ারুল আবেদিন খান, মো. সানোয়ার হোসেন, মো. আনোয়ারুল আজিম, নুরুন্নবি চৌধুরী, মজিবুর রহমান চৌধুরী নিক্সন, ফাহমি গোলন্দাজ বাবেল, জুয়েল আরেং, মো. শফিউল ইসলাম শিমুল, শেখ তন্ময়, মো. আয়েন উদ্দিন, শামিম পাটোয়ারি, আহসান আবদেলুর রহমান, ছোট মনির।

অতিরিক্ত খেলোয়াড়: নসরুল হামিদ বিপু, মোহাম্মদ শাহরিয়ার আলম, মো. জাহিদ হাসান রাসেল, নাজমুল হাসান, মহিবুল হাসান চৌধুরী, বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন, শামীম হায়দার পাটোয়ারি, আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব।

 

সূত্র দেশ রূপান্তরঃ

পাঠকের মতামত

Comments are closed.