240283

২৯ জুলাই শুরু হবে ঈদুল আযহার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি

ডেস্ক রিপোর্ট : আসন্ন ঈদুল আযহা উপলক্ষে বাংলাদেশ রেলওয়ের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে আগামী ২৯ জুলাই। রাজধানীর কমলাপুরসহ পাঁচ জায়গা থেকে একযোগে অগ্রিম টিকিট বিক্রি করা হবে। এ তথ্য জানিয়েছেন রেলের মহাপরিচালক সামসুজ্জামান।

তিনি বলেন, রেলভবনে ঈদ ব্যবস্থাপনা নিয়ে অনুষ্ঠিত বৈঠকে এসব সিদ্ধান্ত হয়েছে । এ বিষয়ে পরবর্তীতে সংবাদ সম্মেলন করে জানানো হবে।

তিনি বলেন, সিদ্ধান্ত অনুযায়ী কমলাপুর রেলওয়ে স্টেশনে বিক্রি হবে যমুনা সেতু হয়ে সমগ্র পশ্চিমাঞ্চলগামী আন্তঃনগর ট্রেনের টিকিট, বিমানবন্দর স্টেশন থেকে দেওয়া হবে চট্টগ্রাম ও নোয়াখালীগামী সকল আন্তঃনগর ট্রেনের টিকিট, তেজগাঁও স্টেশন থেকে বিক্রি করা হবে ময়মনসিংহ ও জামালপুরগামী ট্রেনের টিকিট, বনানী স্টেশন থেকে বিক্রি হবে নেত্রকোনাগামী মোহনগঞ্জ ও হাওড় এক্সপ্রেসের টিকিট এবং রাজধানীর ফুলবাড়িয়া (পুরাতন রেলভবন) থেকে সিলেট ও কিশোরগঞ্জগামী ট্রেনের টিকিট বিক্রি করা হবে। প্রতিদিন সকাল ৯ থেকে বিকেল ৪টা পর্যন্ত টিকিট বিক্রি চলবে।

তিনি বলেন,সিদ্ধান্ত অনুযায়ী ২৯ জুলাই থেকে টিকিট বিক্রি শুরু হচ্ছে। প্রতি যাত্রী ৪টির বেশি টিকিট সংগ্রহ করতে পারবেন না। ঈদুল আযহা উপলক্ষে রেলওয়ের ৮ জোড়া বিশেষ ট্রেন চলাচল করবে। ট্রেনগুলো হলো- দেওয়ানগঞ্জ ঈদ স্পেশাল (এক জোড়া)

‘ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা’, চাঁদপুর ঈদ স্পেশাল (দুই জোড়া), ‘চট্টগ্র্রাম-চাঁদপুর-চট্টগ্রাম’, মৈত্রীর রেক দিয়ে খুলনা ঈদ স্পেশাল, ‘খুলনা-ঢাকা-খুলনা’, ঈশ্বরদী ঈদ স্পেশাল, ‘ঢাকা-ঈশ্বরদী-ঢাকা’,লালমনি ঈদ স্পেশাল, ‘লালমনিরহাট-ঢাকা-লালমনিরহাট’, শোলাকিয়া স্পেশাল- ‘ভৈরববাজার-কিশোরগঞ্জ-ভৈরববাজার’, শোলাকিয়া স্পেশাল, ‘ময়মনসিংহ-কিশোরগঞ্জ- ময়মনসিংহ’।

ঈদের ৫ দিন আগে থেকে ঈদের আগের দিন পর্যন্ত আন্তঃনগর ট্রেনগুলোর কোনো সাপ্তাহিক বন্ধ থাকবে না।

পাঠকের মতামত

Comments are closed.