240231

চালকের হাতে মোবাইল দেখলেই ফ্রান্সে লাইসেন্স বাতিল

রিবাতুল ইসলাম : মোবাইল ফোন চালিয়ে গাড়ি চালাতে যেয়ে যাতে বিপদজনক দুর্ঘটনা না ঘটে সে জন্যেচালকের হাতে মোবাইল ফোন দেখলেই গাড়ি থামিয়ে তার লাইসেন্স তাৎক্ষণিক বাতিলের নির্দেশ জারি করাহয়েছে ফ্রান্সে।

ফ্রান্স সরকারের সড়ক নিরাপত্তা বিভাগের প্রধান ইমানুয়েল বারবি ঘোষণা দিয়েছে মোবাইলটেলিফোনে নজর দিয়ে গাড়ি চালানো মানেই বিপদজনক অবস্থায় পড়া। তাই কার্বন হ্রাস থেকে শুরু করেসড়ক পরিবহনে যে ১৩ দশমিক ৪ বিলিয়ন ইউরোর বিশাল প্যাকেজ সংস্কার চলছে তার মধ্যে চালকদেরমোবাইল ফোন গাড়ি চালানোর সময় নিষিদ্ধ করা হয়েছে। বারবি আরো বলেন, আমরা চাইনা চালকদেরহয়রানি করতে কিন্তু মোবাইল ফোন ও এক সাথে গাড়ি চালাতে থাকলে তাদের কোনো নিস্তার দেয়া হবে না।

দীর্ঘদিন ধরেই ফ্রান্সের রাস্তায় চালকদের মোবাইল ফোন ব্যবহারের ব্যাপারে সতর্কতা দিয়ে তেমন বিশেষলাভ হয়নি। তাই এবার একেবারে লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নিতে হচ্ছে। অন্তত ৬ শতাংশ চালক ফ্রান্সেররাস্তায় গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করেন। ২০১৫ সালে এ হার ছিল চার শতাংশ। আর ট্রাকচালকদের ১৫ শতাংশই ফ্রান্সে মোবাইল ফোন ব্যবহার করে থাকে। ফ্রান্সে ১৫ শতাংশ সড়ক দুর্ঘটনার কারণহচ্ছে মনোসংযোগের অভাব।

২০১৬ সালে এক মার্কিন জরিপে দেখা যায় গাড়ি চালানো অবস্থায় মোবাইল ফোনে ক্ষুদে বার্তা পাঠানোরকারণে ২৩ শতাংশ দুর্ঘটনা ঘটে। এমনিতে ফ্রান্সে গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহারের জন্যে১৩৫ ইউরো জরিমানার বিধি রয়েছে। কিন্তু এখন লাইসেন্স বাতিলের ঘোষণা করতে বাধ্য হল কর্তৃপক্ষ।

পাঠকের মতামত

Comments are closed.