239492

ব্রিটেনে জেলের ডেলিভারি লরিতে মিলল ৪১টি মোবাইল

রিবাতুল ইসলাম : ব্রিটেনের সাফকে এইএমপি লিউইসের একটি জেলখানার সরবরাহ লরি থেকে উদ্ধার করা হয়েছে ৪১টি মোবাইল ফোন সেট। ওই লরিতে মাদক আছে কি না তা খুঁজতে কুকুর ব্যবহার করা হলে এসব মোবাইল ফোন সেট উদ্ধার করা সম্ভব হয়। ধারণা করা হচ্ছে জেলখানাটিতে বন্দীরা পয়সার বিনিময়ে এসব মোবাইল ফোন ব্যবহারের সুযোগ পেত। এমনকি জেলখানার কর্মকর্তা কর্মচারীরাও এধরনের প্রক্রিয়ার সঙ্গে জড়িত। এসব মোবাইল ফোন ছিল উচ্চ প্রযুক্তির। এত বিপুল পরিমাণ মোবাইল ফোন উদ্ধার রেকর্ড যা এর আগে হয়নি।

মোবাইল ফোন ছাড়াও পুলিশের কুকুরগুলো ৯টি গাজার বার এবং ৩০ পাউন্ড সিগারেট উদ্ধার করে। উদ্ধার করা হয় সিম কার্ডস, ইন্টারনেট সংযোগ প্রযুক্তি সরঞ্জাম ও অ্যামাজন ফায়ার স্টিক। এসব উদ্ধারকৃত পণ্যের দাম কয়েক লাখ পাউন্ড। লরিটি জেলখানার যে ভবনটি থেকে বের হয়ে আস সেখানে ৬৯২ জন বন্দী রয়েছে। জেলখানার কর্মকর্তা গ্লিন ট্রাভিস বলেন, এটি এক বিস্ময়কর ঘটনা। আমাদের আরো দক্ষতার সাথে সন্ধান চালিয়ে যাওয়া উচিত। গত ১২ জুন স্নাইফার কুকুরগুলো এসব পণ্য উদ্ধার করে। সাসেক্স পুলিশ এঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে ৪৭ ও ৪২ বছরের দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে।

পাঠকের মতামত

Comments are closed.