235010

সুদান সংকটকে ব্যবহার করে অর্থ হাতিয়ে নিচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমের ‘ভুয়া অ্যাকাউন্ট’

অনলাইন সংস্করণঃ- সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে অনেক অ্যাকাউন্ট ভেসে বেড়াচ্ছে যেগুলোতে সুদানের দারিদ্য পিড়ীত ও ক্ষুধার্ত শিশুদের খাদ্য সহায়তা দেয়ার প্রতিশ্রুতি দেয়া হচ্ছে। অ্যাকাউন্টগুলো সুদানের রাজনৈতিক অচলাবস্থার কারণে সৃষ্ট সংকটের সুযোগ নিয়ে অন্যান্য গ্রাহকদের বেশি বেশি ‘ফলো’ ও ‘শেয়ার’ করার দাবি করছে। টিআরটি, আল-জাজিরা।

টিআরটি ওয়ার্ল্ডের এক অনুসন্ধানে দেখা যায়, ইন্সটাগ্রামের অনেক অ্যাকাউন্ট সুদান সংকটকে ব্যবহার করে তাদের ফলোয়ার বৃদ্ধি করছে এবং আর্থিক অনুদানের আবেদন করছে। এতে উল্লেখযোগ্য হলো ‘সুদান মিল প্রজেক্ট’, ‘সুদান মিল’, ‘সুদান মিলস’ ও ‘সুদান মিল অফিসিয়াল’। ইন্সটাগ্রামে ‘সুদান মিল প্রজেক্ট’ নামে পেজটির ফলোয়ার রয়েছে ৩ লাখ ৯০ হাজার। এর নিয়ন্ত্রকরা লাখো সুদানি শিশুর মাঝে আর্থিক অনুদান দিয়ে আসছে বলে দাবি করা হচ্ছে। এমন সব গল্প সাজিয়ে পেজটি ইতোমধ্যেই ১৭ লাখ ‘লাইক’ ও হাজারো ‘শেয়ার’ অর্জন করেছে।

সুদান মিল প্রজেক্ট বলছে, যারা এই অ্যাকাউন্টের ‘স্টরি’ তার নিজের টাইমলাইনে শেয়ার করবে তাদের প্রত্যেকের জন্য একজন সুদানের ক্ষুধার্ত শিশুকে খাদ্য সহায়তা দেয়া হবে।

পেজটির দাবির প্রেক্ষিতে অনুসন্ধানে গিয়ে এর কোনো ওয়েবসাইট পাওয়া যায়নি। এমনকি কোনোভাবেই এটি কোনো দাতব্য সংস্থার অফিসিয়াল পেজ কিনা তা যাচাই করাও যায়নি। অর্থনৈতিক অনুদান দেয়ার প্রমাণ চাইলে ‘এখনো শুরু করা হয়নি’, ‘পর্যাপ্ত অর্থ সংগ্রহ হয়নি’ বা ‘নতুন প্রকল্প শুরু করা হচ্ছে’ বলে তারা বিভিন্ন অযুহাত দেখায়।

 

সূত্র আমাদেরসময়.কমঃ

পাঠকের মতামত

Comments are closed.