234371

পানি দূষণের আবেদন জানিয়ে বিশ্বকোরিওগ্রাফের খেতাব জিতে নিল তুর্কি ইয়োগা এ্যাথলেটরা

রিবাতুল ইসলাম : ‘পানি দূষণ থামাও’ এমন আহ্বান জানিয়ে জলকেলিতে মত্ত হয়ে ওঠেন তুরস্কের নারী কোরিওগ্রাফিরা। এধরনের ক্রীড়াশৈলী শুধু দর্শকদের মুগ্ধ করে তা নয় বরং তার সঙ্গে পরিবেশ রক্ষায় এক অমোঘ আবেদন রাখেন তুর্কি ইয়োগা কোরিওগ্রাফাররা। চতুর্থ বিশ্বইয়োগা কোরিগ্রাফি চ্যাম্পিয়নশিপ গত সপ্তাহে অনুষ্ঠিত হয়ে গেল তুরস্কের ইজমিরের গুমুলদুরে। কুড়িটি দেশের কোরিওগ্রাফাররা এতে অংশ নেয়। তুরস্কের তিনজন ইয়োগা কোরিওগ্রাফার সেলভা আর্ল, মেরভি টারিভার্দি ও ইয়াসেমিন কারাবোগা ‘স্টপ ওয়াটার পলিউশন’ নামে এ ইয়োগা কোরিওগ্রাফি প্রদর্শন করেন।

এ প্রসঙ্গে মেরভি বলেন, বিশে^র একটি বড় সমস্যা হিসেবে পানি দূষণ এক সংকট সৃষ্টি করছে। সমুদ্রে প্লাস্টিকের পরিমান বেড়ে যাওয়ায় তিমির মত বড় প্রাণিগুলো রক্ষা পাচ্ছে না। মাছের মাধ্যমে এসব ক্ষতিকর প্লাস্টিকের কণাগুলো মানুষের পেটে যাচ্ছে। এখন যদি এ ধরনের দূষণ সম্পর্কে বিশ্বে যথাযথ সচেতনতা গড়ে তোলা না যায় তাহলে তা নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। সাগর ছাড়াও নদীগুলো বর্জ্যে ভরে যাচ্ছে। এতে মাটি ও পানি ছাড়াও কৃষিতে এর মারাত্মক প্রভাব পড়ছে। যদি প্রকৃতিকে আমরা যত্ন না নেই তাহলে প্রকৃতি আমাদের যত্ন নেবে না।

ইন্টারন্যাশনাল ইয়োগা ফেডারেশনের প্রেসিডেন্ট আকিফ মানাফ বলেন, সাগরে দূষণের জন্যে তুরস্কের দক্ষিণাঞ্চলের উপকূলে কচ্ছপ মারা যাচ্ছে। পুরো বিশ্ব সমুদ্র ও নদী দূষণের কবলে পড়ে গেছে। কোরাল দ্বীপগুলো পড়েছে সংকটে। আর জলজপ্রাণিদের হয়েছে করুণ দশা। অথচ পানি হচ্ছে সকল প্রাণির জন্যে বেঁচে থাকার মৌলিক উৎস।

একারণেই তুরস্কের এধরনের কোরিওগ্রাফি আমাদের বিশেষ নজর কেড়েছে। তারা ইয়োগা কোরিওগ্রাফির সাহায্যে সমুদ্র দূষণ রোধ ও তা পরিস্কার রাখার যে অপূর্ব ক্রীড়াশৈলী দেখিয়েছে তা সবার নজর কেড়েছে। প্রকৃতি রক্ষায় এধরনের আবেদনকে স্বীকৃতি দিয়ে আমরা শান্তিপূর্ণ অবস্থান সম্পর্কে সচেতন হওয়ার জন্যে সবাইকে আহবান জানাচ্ছি বলেন আকিফ মানাফ।

পাঠকের মতামত

Comments are closed.