232060

ভাইজান, বাংলাদেশের জয় কোনো অঘটন নয় : শোয়েব আখতার

অনলাইন সংস্করণঃ- গত পাঁচ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেটে ধারাবাহিক উন্নতি করে আসছে বাংলাদেশ। নিয়মিতভাবেই হারিয়ে দিচ্ছে বিশ্বের সেরা দলগুলোকে। তারপরেও বাংলাদেশ কোনো বড় ম্যাচ জিতলে কিছু দেশের মিডিয়া একে ‘আপসেট’ বা ‘অঘটন’ হিসেবে প্রচার করার চেষ্টা করে। যেমনটা হয়েছে গতকাল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপ শুরু করার পর ভারতসহ বেশ কিছু দেশের মিডিয়া এই জয়কে ‘আপসেট’ হিসেবে প্রচার করেছে। এবার এদের বিরুদ্ধে মুখ খুলেছেন পাকিস্তানের সাবেক গতিদানব শোয়েব আখতার।

নিজের ইউটিউব চ্যানেলে লাইভে এসে শোয়েব আখতার বলেন, ‘খেলার মাঝে আমি একটা স্টুডিওতে লাইভ অনুষ্ঠান করছিলাম। সেখানে বলেছি, আজ যদি বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জিতে যায়, তবে ভাইজান এটাকে যেন অঘটন বলা না হয়। এখন বাংলাদেশ একটা পরিপূর্ণ দল। তাই এটা অঘটন নয়। ওরা এখন এমন একটা দল, অধিনায়কসহ ওদের প্রতিষ্ঠিত বোলাররা পুরো ১০ ওভার বল না করলেও ওদের সমস্যা হয়নি। এখন ওরা প্রতিপক্ষকে অল-আউট করার সামর্থ্য রাখে, প্রতিপক্ষকে চাপে ফেলার সামর্থ্য রাখে।’

বাংলাদেশের মূল শক্তি যে ব্যাটিং, সেটি সামনে এনে রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস বলেন, ‘ওদের ব্যাটিং লাইন-আপটা দেখুন কত লম্বা! ৮ নম্বর পর্যন্ত ব্যাটসম্যান। আমি বলব, দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দেওয়াটা ওদের জন্য মোটেও অঘটন নয়। ওরা যদি এত ভালোভাবে শুরু করে পারে, বাকি এশীয় দলগুলো, বিশেষ করে পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কা কেন পারবে না? মাঠে নেমে কিছু না বুঝেই বাজে শট খেলে আউট হয়ে গেলাম, এটা তো কিছু হলো না। এশিয়ার দলগুলোকে ভালো করতে হলে বাংলদেশের পথেই হাঁটতে হবে।’

 

সূত্র কালেরকণ্ঠঃ

পাঠকের মতামত

Comments are closed.