231898

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের রঙিন চেহারা দেখালো

ডেস্ক রিপোর্ট : ইংল্যান্ডের বিরুদ্ধে ১০৪ রানে হেরেছিল দক্ষিণ আফ্রিকা। এরপর পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ তো আরও ম্যাড় ম্যাড়ে। ১০০ ওভারের খেলা শেষ মাত্র ৩৭ ওভারে। শ্রীলঙ্কা করেছিল ১৩৬! একটু লড়ে আফগানরা দুশো পেরোনো মাঝারি মানের সংগ্রহ। যেখানে বিশ্বকাপের আসরের ম্যাচগুলোকে মনে হচ্ছিল ছোট-বড় দলের দ্বিপাক্ষিক কোন ম্যাচ। কোন রঙ ছড়াচ্ছিল ক্রিকেট মহাযজ্ঞ। কিন্তু বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ম্যাচের দিনই যেন পাল্টে গেলো লন্ডনের দৃশ্যপট। দর্শকে টুইটম্বুর গ্যালারি। ‘আর গো টাইগার্স গো’ চিৎকার।

এ তো গ্যালারির চিত্র। আর মাঠে ছিল ক্রিকেটীয় লড়াই। যেখানে দুদলই দাঁতে দাঁত চেপে লড়েছিল। শেষ বল পর্যন্ত লড়াই করেছে ২২জন ক্রিকেটার। ৬০০ বলের প্রতিটাই মাঠে গড়িয়েছে। ছাড় দেয়নি কেউই। দুদলেরই ৩শ ছাড়ানো ইনিংস এই বিশ্বকাপে প্রথম। যদিও শেষ হাসি হেসেছে একদল। আর এটাই তো হয়। একজন জিতলে আরেকজনকে তো হারতেই হবে। সে হাসিটাই দেখা গেলো মাশরাফির মুখে।

ম্যাড়ম্যাড়ে বিশ্বকাপকে রঙিন করে তুললো বাংলাদেশই। আসরের প্রথম ম্যাচেই জয় তুলে নেওয়ার পাশাপাশি মাঠে দর্শক টানার ক্ষমতাও দেখালো ব্রিটেনবাসীকে। দলের এই জয়ের ধারাবাহিকতা দেখতে চায় টাইগারভক্তরা।

পাঠকের মতামত

Comments are closed.