231940

উজবেকিস্তানে রাতে প্রার্থনার শক্তি

রিবাতুল ইসলাম : উজবেকিস্তানের রাতে এই রমজানে তারাবির নামাজ যখন অনুষ্ঠিত হয় বিভিন্ন সড়কে তখন সেই ছবি তোলা হয় ড্রোন ব্যবহার করে। দেশটির রাজধানী তাশখন্ডে এ নামাজের দৃশ্য ড্রোনে ধারণ করে ডেইলি মেইলের সংবাদ শিরোনাম হয়ে ওঠে অসাধারণ বিস্ময়ে। ইসলামের এক জরুরি প্রার্থনা হিসেবে অভিহিত করে নামাজরত লাখো মুসল্লি ছবি বিভিন্ন আঙ্গিকে ড্রোন থেকে তুলে প্রকাশ করেছে ব্রিটিশ মিডিয়াটি। শনিবার রাতে তোলা হয়েছে এসব ছবি। দেখা যাচ্ছে তাশখন্দের সড়কগুলোতে যখন লাখো মুসল্লি নামাজরত তখন পাশেই একটি স্টেডিয়ামে চলছে ফুটবল খেলা।

লায়লাতুল কদরের এই রাতে নামাজের দৃশ্য খুব মনোহর হয়ে ধরা পড়ে ছবিগুলোতে। লায়লাতুল কদর অর্থ রাতের শক্তি। বা পুন্যময় রাত। সাবেক সোভিয়েত ইউনিয়ন থেকে মধ্যএশিয়ার এই দেশটিতে এখন ৯০ শতাংশই মুসলিম। রমজান মাসের শেষ শুক্রবার বা জমাতুল বিদাতে জেরুজালেমের আল-আকসা মসজিদ, তুরস্ক, কুয়েতের বিশাল সব মসজিদে লাখো মুসলিমের প্রার্থনা দৃশ্য ছিল দেখার মতো।

রমজান প্রায় শেষ পর্যায়ে পড়ে রোজাদাররা প্রার্থনা ছাড়াও কুরআন তেলাওয়াত ও বেশি বেশি করে ইবাদাতের মাধ্যমে মশগুল হয়ে আছে। হাদিসে বলা হয়েছে কদরের রাতে যারা প্রার্থনায় সময় অতিবাহিত করে তখন আল্লাহ তার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দেন। লায়লাতুল কদরের কোনো সুনির্দিষ্ট দিন তারিখ নেই। শেষ রমজানের যে কোনো একটি রাতই লায়লাতুল কদর যার সন্ধান করতে বলা হয়েছে মুসলিমদের।

পাঠকের মতামত

Comments are closed.