231507

৩১ বছরে ৫০০ ঘোড়দৌড় থেকে ব্রিটিশ রানির ঘোড়া আয় করেছে ৭৭ লাখ পাউন্ড

রিবাতুল ইসলাম : ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের প্রিয় ঘোড়াগুলো ৫ শতাধিক ঘোড়দৌড়ে পুরস্কার জিতে নিয়েছে। ৫৩৪টি ঘোড়দৌড়ে ঘোড়াগুলোকে দৌড়াতে হয়েছে ৩ হাজার ২০৫ বার। একটি ঘোড়া ২০১৬ সালে সবচেয়ে বেশি আয় করে ৫ লাখ ৬০ হাজার ২৭৪ পাউন্ড। তবে রানির এসব ঘোড়া পরিচালনা করে যে কার্লটন হাউস, এ প্রতিষ্ঠানটি সবচেয়ে বেশি আয় করেছে ৭ লাখ ৭২ হাজার ৮১৫ পাউন্ড। ইউকে ও আয়ারল্যান্ডে রানির ঘোড়াগুলো কখনো ঘোড়দৌড় বা কখনো জাম্পরেসে অংশ নিয়ে থাকে নিয়মিত।

ব্রিটিশ রাজপরিবারের ঘোড়ার প্রতি দুর্বলতা দীর্ঘদিনের। রানি নিজে ভীষণভাবে ঘোড়ার ভক্ত। ১৯৫২ সালের জুলাইতে দি রয়াল উইন্ডসর হর্স শো’তে তাকে দেখা গিয়েছিল খুবই উৎফুল্লভাবে। ১৯৭৯ সালে রানির ঘোড়াটি ছিল ব্রিটেনের সবচেয়ে দামি ঘোড়া। বিভিন্ন সময় বিভিন্ন ঘোড়দৌড়ের শিরোপার অধিকাংশই রানির ঘোড়াগুলো জিতে নেয়। গত তিন দশক ধরে ধারাবাহিকভাবে রাণির ঘোড়াগুলো এধরনের প্রতিযোগিতায় খুবই আগ্রহ সহকারে অংশ নিয়ে আসছে।

পাঠকের মতামত

Comments are closed.