231335

ধোনির অনুরোধে বাংলাদেশের ফিল্ডিং পরিবর্তন হয়নি: ভারতীয় গণমাধ্যম

অনলাইন সংস্করণঃ- গতকাল বৃহস্পতিবার পর্দা উঠল ক্রিকেটের মহাযুদ্ধ বিশ্বকাপের। ১০৪ রানে প্রোটিয়াদের হারাল স্বাগতিক ইংল্যান্ড। কিন্তু তার আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচিত হল একটি ঘটনা।

ঘটনাটি ভারত বনাম বাংলাদেশ প্রস্তুতি ম্যাচের। ম্যাচে ভারতীয় ইনিংসের ৩৯তম ওভারে দেখা যায়, ব্যাটসম্যান মহেন্দ্র সিং ধোনির অনুরোধে ফিল্ডিং পরিবর্তন করছে বাংলাদেশ।

এ বিষয়ে সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে যে ভিডিওটি সেখানে দেখা গেছে, ইনিংসের ৩৯তম ওভারে বল করার জন্য দৌড় শুরু করেন সাব্বির রহমান রুম্মন। ধোনি হঠাৎ করেই বোলারকে থামিয়ে দিয়ে ফিল্ডিং সমস্যার কথা জানান। এরপর দেখা যায় মিডউইকেটের ফিল্ডারকে সরিয়ে স্কয়ার লেগে নিয়ে গেছেন বোলার সাব্বির।

ধোনির পরামর্শ অনুসারে ফিল্ডিং পরিবর্তন করেছে বাংলাদেশ, ভারতীয় সমর্থকদের একাংশ ঘটনাটিকে এভাবেই বর্ণনা করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।

এ নিয়ে দুই দেশের সমর্থকদের মাঝে প্রতিক্রিয়াও সৃষ্টি হয়েছে। কিন্তু ঘটনাটি আসলে এমন নয় বলে দাবি জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।

তাদের বক্তব্য, ধোনির পরামর্শে নয় সাব্বির নিজেই এ ফিল্ডিং পরিবর্তন করেন।

ঘটনার বর্ণনা দিতে গিয়ে ভারতীয় গণমাধ্যমে বলা হয়েছে, ৩৯ ওভারের ওই মুহূর্তে সাব্বির রহমান যখন রান-আপ নিচ্ছিলেন তখন শর্ট মিড উইকেটের ফিল্ডারকে জায়গা পরিবর্তন করতে দেখেন ধোনি। তাতে ধোনির সমস্যা হয়। তাছাড়া মিড উইকেটে দাঁড়ানো ফিল্ডারের পজিশন নিয়েও খানিকটা ধোঁয়াশায় ছিলেন তিনি। তিনি সাব্বিরকে থামিয়ে জিজ্ঞেস করছিলেন যে, আসলে ফিল্ডার কোন পজিশনে দাঁড়াচ্ছেন? এর পর সেই ফিল্ডারকে স্কোয়ার লেগে পাঠিয়ে দেন সাব্বির।

ভারতীয় গণমাধ্যমে ঘটনার বর্ণণা এভাবে এলেও দেশটির ক্রিকেট সমর্থকদের দাবি, বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের ফিল্ডিং সাজিয়ে টাইগারদের উপকার করেছেন মহেন্দ্র সিং ধোনি!

ভারতীয় সমর্থকদের অনেকেই বাংলাদেশকে তাচ্ছিল্য করে টুইট করেন, বাংলাদেশের ফিল্ডিং সাজিয়ে দিচ্ছেন ধোনি। আর একজন টুইট করেছেন, বাংলাদেশের ফিল্ডিং সাজানোর ক্ষেত্রে মেন্টরের ভূমিকায় এমএস ধোনি।

এদিকে পাল্টা জবাবে বাংলাদেশের সমর্থকরা বলছেন, এভাবে প্রতিপক্ষের ফিল্ডিং পরিবর্তনের অনুরোধ খেলোয়াড়সুলভ নয়, তারপরও বাংলাদেশ উদারতা দেখিয়ে তা মেনে নিয়েছে।

https://youtu.be/rG0po4E4Rj0

 

সূত্র যুগান্তরঃ

পাঠকের মতামত

Comments are closed.