230859

উপগ্রহ উৎক্ষেপণ হলো দুজন নেপালি বিজ্ঞানীর গবেষণায়

ডেস্ক রিপোর্ট : এটি পুরোপুরি বিদেশিদের দিয়ে নয়। দুজন নেপালি বিজ্ঞানী আবহাস মাস্কে এবং এবং হরিরাম সেরেস্ত্রা যারা এখন জাপানের কিউশু ইনস্টিটিউট অফ টেকনোলজিতে পড়াশুনা করছে তারা এটি বিআইআরডিএস প্রজেক্টের অধীনে উপগ্রহটি বানিয়েছে।
কেন জানি ছোটবেলায় পড়া একটি কবিতার দুটো লাইন মনে পরে গেল:

‘বাবুই পাখিরে ডাকি, বলিছে চড়াই,
কুঁড়ে ঘরে থেকে কর শিল্পের বড়াই,
আমি থাকি মহাসুখে অট্টালিকা পরে
তুমি কত কষ্ট পাও রোধ, বৃষ্টির, ঝড়ে।’

ওদের লেখাপড়ার মান যে আমাদের চেয়ে বেশি ভালো তার প্রমান আরো কিভাবে দিতে হবে? দুটি বিশ্ববিদ্যালয়। তাতেই আমাদের চেয়ে অনেক বেশি ছাত্রছাত্রী আমেরিকায় উচ্চ শিক্ষার্থে পাঠায়। পৃথিবীর ১২৫ টি দেশের তালিকা করা হয়েছে যারা ১ মিলিয়ন ডলার বা তার বেশি গবেষণায় খরচ করে। সেই লিস্টে নেপাল আছে বাংলাদেশ নেই। ফেসবুক থেকে

পাঠকের মতামত

Comments are closed.