230754

আপেল সিডার ভিনেগার ব্রণ দূর করে

ডেস্ক রিপোর্ট : মুসবা তিন্নি :আসছে ঈদে, ঈদের নতুন পোশাকটিতে নিজেকে সুন্দর দেখতে কে না ভালোবাসে। দাগমুক্ত সুন্দর ত্বক সবার কাম্য। তবে দৈনন্দিন ব্যাস্ততার জীবন আমাদের ত্বকে অনেক রকম সমস্যা তৈরী করে , তার মধ্যে ব্রণের সমস্যা একটি বড় সমস্যা। ব্রণের সহজ সমাধানের জন্য নিয়ে এলাম একটি সহজ সমাধান ‘আপেল সিডার ভিনেগার’। বাংলা ট্রিবিউন

অর্গানিক অ্যাসিড সমৃদ্ধ আপেল সিডার ভিনেগার সরাসরি লাগাতে পারেন ব্রণের উপর। তুলার টুকরো ভিনেগারে ভিজিয়ে ব্রণের উপর লাগান। এটি ব্রণের জন্য দায়ি ব্যাকটেরিয়া দূর করে ত্বক রাখে ব্রণমুক্ত। এছাড়া আরও বিভিন্ন উপায়ে আপেল সিডার ভিনেগার ব্যবহার করতে পারেন।

১.ভিনেগার ও গোলাপজল
সমপরিমাণ গোলাপজল ও আপেল সিডার ভিনেগার একসঙ্গে মিশিয়ে তুলার সাহায্যে ব্রণের উপর লাগান। দুই ঘণ্টা পর ঠাণ্ডা পানি দিয়ে ধুঁয়ে ফেলুন।

২.মধু ও ভিনেগার
সমপরিমাণ মধু ও আপেল সিডার ভিনেগার একসঙ্গে মিশিয়ে ব্রণের উপর লাগিয়ে রাখুন। আধা ঘণ্টা পর ঠাণ্ডা পানি দিয়ে ধুঁয়ে ফেলুন।

৩.লেবুর রস ও ভিনেগার
১ চা চামচ লেবুর রসের সঙ্গে ১ চা চামচ ভিনেগার মিশিয়ে ব্রণ আক্রান্ত ত্বকে লাগান। সারারাত রেখে পরদিন সকালে ধুঁয়ে ফেলুন।

৪.ভিনেগার ও বেকিং সোডা
১ টেবিল চামচ বেকিং সোডার সঙ্গে ১ টেবিল চামচ আপেল সিডার ভিনেগার মিশিয়ে নিন। মিশ্রণটিতে তুলা ভিজিয়ে ব্রণের উপর লাগান। ২০ মিনিট পর ত্বক ধুঁয়ে ময়েশ্চারাইজার ব্যবহার করুন।

৫. হলুদ ও ভিনেগার
পরিমাণ মতো হলুদ গুঁড়া ও ভিনেগার মিশিয়ে পাতলা পেস্ট তৈরি করুন। মিশ্রণটি ত্বকে কিছুক্ষণ লাগিয়ে রেখে ধুঁয়ে ফেলুন।

পাঠকের মতামত

Comments are closed.