230631

‘মাইগ্রেন’ মস্তিষ্ককে কি করে

মস্তিষ্কের সমস্যাগুলোর মধ্যে অন্যতম পরিচিত সমস্যা মাইগ্রেন। মাইগ্রেনের ক্ষেত্রে মস্তিষ্কে রাসায়নিক ভারসাম্যে নানা ধরনের পরিবর্তন হয়।

এক প্রতিবেদনে জানা যায়, মাইগ্রেনের কারণে মস্তিষ্কের মধ্য অংশে রাসায়নিকের প্রবাহে পরিবর্তন হয়। ফলে মাথার খুলির চামড়ায় অবস্থিত স্নায়ুগুলোতে সমস্যার সৃষ্টি হয়। এর ফলে শুরু হয় মাথাব্যথা।

মাইগ্রেনের কারণে মাথাব্যথার ফলে দ্রুত বিষণ্ণতার তৈরি হয়। এটা এক ধরনের বৈদ্যুতিক প্রক্রিয়া যা মস্তিষ্কের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছড়িয়ে যায়। এই প্রক্রিয়াকে বলা হয় অরা (aura)। স্নায়ুর বিভিন্ন উপসর্গ বোঝাতে অরা শব্দটি ব্যবহার করা হয়।

পাঠকের মতামত

Comments are closed.