230521

লাল রঙের জার্সিতে টাইগারদের দেখা যাবে যে ম্যাচগুলোতে

নিজস্ব প্রতিবেদক : বিশ্বকাপের জন্য বাংলাদেশের জার্সি ডিজাইন প্রকাশ করার পর থেকে প্রচুর সমালোচনার শিকার হয়েছে বিসিবি। বিতর্কের কারনে শেষ পর্যন্ত আইসিসির অনুমতি নিয়ে জার্সিতে পরিবর্তন আনে বোর্ড। হোম জার্সি সবুজ এবং এওয়ে জার্সি লার রঙের। আইসিসির নিয়ম অনুযায়ী প্রতিটি ম্যাচে হোম ও এওয়ে দল নির্ধারিত হবে।

এমনটা করা হয়েছে বিশ্বকাপে বিভিন্ন দলের একই রংয়ের জার্সি হওয়ার ফলে। হোম ম্যাচে প্রতিটি দল নিজেদের মূল জার্সিটি পরবে। যেই সব দলগুলোর জার্সির রং একই তাদের মধ্যকার খেলায় এওয়ে দল তাদের বিকল্প জার্সি পরবে।

বাংলাদেশ তাদের লাল জার্সিটি পরবে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ গুলোতে যেখানে বাংলাদেশ দলকে এওয়ে দল ধরা হয়েছে। দ্য গার্ডিয়ান নিশ্চিত করেছে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে বাংলাদেশ এওয়ে দল ও ধারণা করা হচ্ছে বাংলাদেশ সেইদিন লাল জার্সি পরবে। পাকিস্তানের এওয়ে জার্সির রংয়ের ব্যাপারে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার এওয়ে জার্সি হলুদ। যখন দরকার পরবে তখন তারা হলুদ জার্সি পরবে। নিউজিল্যান্ড (কালো), অস্ট্রেলিয়া (হলুদ) ও ওয়েস্ট ইন্ডিজের (মেরুন) এই ধরনের কোন জার্সিজনিত সমস্যা নেই। তারা এক জার্সিতেই বিশ্বকাপে খেলবে।

পাঠকের মতামত

Comments are closed.