230135

বিশ্বকাপে সেমিফাইনাল খেলবে বাংলাদেশ, জানালো ইংল্যান্ডের সংবাদপত্র

ডেস্ক রিপোর্ট : ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে বিশ্বকাপের পর্দা উঠতে আর মাত্র ৫ দিন বাকি। ৩ মে থেকে ইংল্যান্ডের লর্ডসে শুরু হবে ক্রিকেট বিশ্বকাপের ব্যাট-বলের মহারণ। বিশ্বকাপে বাংলাদেশ দলকে ফেবারিট তকমা না দিলেও ‘আন্ডারডগ’ বলে মনে করছেন বিশ্লেষকেরা। অনেকে আবার মনে করছেন ‘আন্ডারডগ’-এর চেয়েও বেশি কিছু। বিশেষ করে আয়ারল্যান্ডের কন্ডিশনে বাংলাদেশ ত্রিদেশীয় সিরিজের ট্রফি জেতার পর আলোচনাটা বেশি হচ্ছে। দ্য ইন্ডিপেন্ডেন্ট কিংবা টেলিগ্রাফের মতো শীর্ষ ইংলিশ মিডিয়া দাবি করেছে, বাংলাদেশের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা উইন্ডিজ, শ্রীলঙ্কার থেকেও কম। এছাড়াও বাংলাদেশ দলে কোনো বিগ হিটার নেই ও সেমিফাইনালে যাওয়ার মতো শক্তি নেই বলেই জানিয়েছে তারা।

সদ্য আয়ারল্যান্ডের মাটিতে উইন্ডিজকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের ট্রফি জিতে বিশ্বকাপ খেলতে গেছে বাংলাদেশ। টুর্নামেন্টে একবারও বাংলাদেশকে হারানো তো দূরের কথা, চ্যালেঞ্জও জানাতে পারেনি উইন্ডিজ।

এমনিতে কোনো বড় টুর্নামেন্টের আগে ইংলিশ মিডিয়ার নানান ধরনের হাস্যকর প্রেডিকশন নতুন কিছু নয়। এবারও প্রেডিকশন দিয়ে সমালোচনার মুখে কয়েকটি ব্রিটিশ গণমাধ্যম।

বাংলাদেশ দলকে নিয়ে ইংলিশ গণমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্টের ভাষ্য, ‘বাংলাদেশ দলে মাশরাফির নেতৃত্ব গুরুতপূর্ণ। এ দলে সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমানের মতো তারকা ক্রিকেটার আছে। কিন্তু দলটিতে কোনো বিগ হিটার নেই, যারা অল্প সময়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। এছাড়া দলটি ৩০০+ স্কোর চেজ করতে অস্বস্তিবোধ করে। কিন্তু এখন আন্তর্জাতিক ক্রিকেটে এমন স্কোর হরহামেশাই হচ্ছে। তারা টুর্নামেন্টে একটা আপসেটের জন্ম দিতে পারে। তবে মাশরাফি যে সেমিফাইনালে খেলার লক্ষ্যের কথা বলেছেন, তা অলীক কল্পনা।’

টেলিগ্রাফ বাংলাদেশকে শ্রীলঙ্কা আর উইন্ডিজের পেছনে রাখার কারণ ব্যখ্যা করেছে এভাবে, ‘সা¤প্রতিক সময় শ্রীলঙ্কা এবং উইন্ডিজকে ওয়ানডেতে হারিয়েছে বাংলাদেশ। তাদের আছে বিশ্বমানের পেস প্রতিভা মুস্তাফিজুর রহমান; যিনি ২০১৬ সালে আইসিসির ইমার্জিং ক্রিকেটার হিসেবে স্বীকৃতি পেয়েছিলেন। ওয়ানডেতে তার অর্ধশতাধিক (আসলে ৮৩টি) উইকেট রয়েছে এবং এই টুর্নামেন্টে সে দারুণ কিছু করতে পারে। কিন্তু সেমিফাইনালে যাওয়ার মতো শক্তি এই দলটির নেই।’

পাঠকের মতামত

Comments are closed.