230255

বিশ্বকাপের আগে শ্রীলংকার জন্য দুঃসংবাদ!

অনলাইন সংস্করণঃ- বিশ্বকাপ শুরু হতে আর মাত্র বাকি ৫দিন। তার আগেই দুঃসংবাদ শুনতে হলো লংকান সমর্থকদের।
কার্ডিফে সাউথ আফ্রিকার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে ফিল্ডিংয়ের সময় গোড়ালিতে গুরুতর চোট পেয়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়লেন লংকান ক্রিকেটার অভিষ্কা ফার্নান্দো।

শুক্রবার কার্ডিফে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের ১৮তম ওভারে প্রোটিয়া অধিনায়ক ফাফ ডুপ্লেসির শট আটকাতে গিয়ে প্র্যাকটিস পিচে বিপজ্জনকভাবে পা পিছলে পড়ে যান ডানহাতি এই ব্যাটসম্যান। গোড়ালিতে গুরুতর চোট পাওয়ায় ফার্নান্দোকে পরে স্ট্রেচার করে মাঠ ছাড়তে হয়েছে।

তার চোটের পর লংকান টিম ম্যানেজমেন্ট জানিয়েছেন, এক্স-রে রিপোর্ট হাতে পাওয়ার পরেই ফার্নান্দোর চোট সম্পর্কে বিস্তারিত তথ্য জানাবে।

শ্রীলঙ্কার বিশ্বকাপ দলে অন্যতম চমক ছিলেন উদীয়মান এই ক্রিকেটার। লংকান জার্সি গায়ে মাত্র ৬টি ওয়ানডে ম্যাচ খেলেছেন ফার্নান্দো। ২১ বছরের তরুণ এই ক্রিকটার ইতোমধ্যে ব্যাট হাতে একটি অর্ধশতরানসহ মোট ১৪৫ রান সংগ্রহ তার তালিকায়।

 

সূত্র যুগান্তরঃ

পাঠকের মতামত

Comments are closed.