230210

‘বিব্রতকর’ প্রশ্নের জবাবে যা বললেন কোহলি

অনলাইন সংস্করণঃ- বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তানের ম্যাচ ১৬ জুন। কিন্তু লন্ডনে পা দিয়ে প্রথম দিনেই কোহলিকে পড়তে হল ভারত- পাকিস্তান ম্যাচ নিয়ে প্রশ্নের মুখে। কী ভাবে দেখছেন ওই রকম একটা চাপের ম্যাচকে? প্রশ্নটা করা হয়েছিল ভারত-পাকিস্তান দুই দলের অধিনায়ককে। আইসিসির ‘মিট দ্য ক্যাপ্টেনস’ অনুষ্ঠানে ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক সিরিজ নিয়েও প্রশ্ন ওঠে। যা দুই কোহলি এবং সরফরাজ উভয়ের জন্য বিব্রতকর।

কাশ্মীরের পুলওয়ামায় ভারতীয় আধা সামরিক বাহিনীর ওপর আত্মঘাতী হামলা করেছিল জঙ্গিরা। এ নিয়ে দুই দেশের রাজনৈতিক উত্তেজনার মাঝে বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ হবে কি না তা নিয়ে সন্দেহ ছিল। ৪০ জন সৈনিকের মৃত্যুর দায়টা পাকিস্তানের ওপরই দিয়েছিল ভারত। সে ইস্যুতে বিশ্বকাপের ম্যাচ বয়কটের পরামর্শও দিয়েছিল অনেক। এমনকি অনেক সাবেক ক্রিকেটারও সে দলে ছিলেন। দুই দেশের রাজনৈতিক দ্বৈরথ শেষ পর্যন্ত বিশ্বকাপের ম্যাচে আঁচড় ফেলেনি।

কোহলি বলেন, ‘আমরা জানি, ভারত-পাকিস্তানের এই ম্যাচটার দিকে সবাই অধীর আগ্রহে তাকিয়ে থাকে। কিন্তু আমি আগে যে কথাটা বলেছি, তা আরও এক বার বলব। এই ম্যাচ নিয়ে এক জন ক্রিকেটার এবং এক জন ক্রিকেট ভক্তের দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ আলাদা। মানছি ভারত-পাকিস্তান ম্যাচে স্টেডিয়ামের পরিবেশটা সম্পূর্ণ অন্য রকম হওয়ায় একটা চাপটা তৈরি হয়। কিন্তু সেটা মাঠে নামার আগে পর্যন্ত। খেলা শুরু হয়ে গেলে এটা বাকি ম্যাচগুলোর মতোই হয়ে দাঁড়ায়। যে ম্যাচটা জিততে আমরা মাঠে নামি।’

এরপর পাকিস্তানি অধিনায়ক সরফরাজ আহমেদকেও এই ম্যাচ নিয়ে প্রশ্ন করা হয়। জবাবে পাক অধিনায়ক শুধু বলেন, ‘এর বেশি আর কিছু বলতে চাই না। আমার উত্তরও একই।’

এরপর সেই বিব্রতকর প্রশ্ন- কেন ভারত পাকিস্তানের দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করা হয় না? প্রশ্নটা সরফরাজকে না করে শুধুমাত্র কোহলিকে করা হয়। ভারত অধিনায়ক এর উত্তরে খুবই ঠান্ডা মাথায় বলেন, ‘আমি এ প্রশ্নের উত্তর দেওয়ার যোগ্য লোক নই, এটা বোর্ডের ব্যাপার। সংবাদ সম্মেলনে এ প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষমতা আমাদের দেওয়া হয়নি। আমার ব্যক্তিগত মতের কোনো দাম নেই এখানে।’

 

সূত্র কালেরকণ্ঠঃ

পাঠকের মতামত

Comments are closed.