230284

অনুশীলনের ফাঁকেই টাইগারদের জুমা আদায়

অনলাইন সংস্করণঃ- শুরু হয়ে গেছে টাইগারদের বিশ্বকাপ মিশন। আজ শুক্রবার কার্ডিফের ক্যাথেড্রাল স্কুল গ্রাউন্ডে অনুশীলন করেন লিটন-সৌম্যরা। মাঠে প্রবেশের সময় মাহমুদউল্লাহ-মুশফিকদের উষ্ণ অভ্যর্থনা দেয় স্কুলের শিক্ষার্থীরা। এ সময় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়দের অটোগ্রাফও নেয় ভক্তরা।

এর পরেই জুম্মার সময় হলে মাঠেই নামাজ আদায় করেন মাশরাফিরা। নামাজে ইমামতি করেন মাহমুদউল্লাহ রিয়াদ। ক্যাথেড্রাল স্কুল গ্রাউন্ডে বাংলাদেশ সময় দুপুর দুইটা থেকে অনুশীলন করে বাংলাদেশ দল।

নামাজের ছবিটি সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে শেয়ার করেন দলের হার্ড হিটার ব্যটসম্যান সাব্বির রহমান। ক্যাপশনে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ, সকলকে জুম্মা মোবারক’।

এর আগে কার্ডিফের ক্যাথেড্রাল স্কুল গ্রাউন্ডে যখন টাইগাররা অনুশীলন শুরু করেন তখন ভীড় করেন অনেক ভক্ত। কেউ কেউ অপেক্ষা করেন সাকিব-তামিমদের অটোগ্রাফের জন্য। বিদেশি ভক্তদের হতাশ করেননি; সবাইকেই অটোগ্রাফ দিয়েছেন লাল সবুজের প্রতিনিধিরা।

আগামী ২৬ ও ২৮ মে কার্ডিফে পাকিস্তান ও ভারতের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। আগামী ২ জুন এবারের বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলেতে নামবে মাশরাফি অ্যন্ড টিম। দ্য ওভালে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে যাত্রা শুরু করবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।

https://www.facebook.com/OfficialShabbir/posts/2062607347142207:0

 

সূত্র দৈনিক আমাদের সময়ঃ

পাঠকের মতামত

Comments are closed.