230004

আইসিসির অনুষ্ঠানে মাশরাফির যে কথায় হাসির রোল

অনলাইন সংস্করণঃ- বিশ্বকাপ নিয়ে শুরু হয়েছে কথার লড়াই। মাঠের লড়াই শুরু হতে আরও বাকি সাত দিন। খেলা শুরুর আগে সবাই বলছেন, নিজেদের শক্তি-সামর্থ্যের কথা। আজ বৃহস্পতিবার লন্ডনে আইসিসি আয়োজিত ‘মিট দ্য ক্যাপ্টেন’ অনুষ্ঠিত হয়েছে।

ওই অনুষ্ঠানে কথা বলেন দশ অধিনায়ক। বাংলাদেশের অধিনায়ক মাশরাফির একটি কথায় হাসির রোল পড়ে যায় সেখানে। বাংলাদেশ সময় আজ সন্ধ্যায় অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে মাশরাফি বলেন, ‘আয়ারল্যান্ডে শেষ সিরিজে আমরা অনেক ভালো খেলেছি। আমরা আশা করি, দুই তারিখে ডু প্লেসিদের বিপক্ষে ভালো খেলব। আশা করি, আমরা ভালো শুরু করব।’

ডু প্লেসিদের বিপক্ষে ভালো খেলবে এ কথা বলার পরে মাশরাফির সঙ্গে একই সোফায় বসা দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফ্লাপ ডু প্লেসি বলেন, ‘আমি আশা করি না।’ এর পরেই হাসির রোল পড়ে যায় এই অনুষ্ঠানে।

বাংলাদেশ বিশ্বকাপে খেলতে নামবে দুই জুন দ্য ওভালে। প্রতিপক্ষ শক্তিশালী দক্ষিণ আফ্রিকা। তবে মাশরাফির মতে, সবকিছুই নির্ভর করবে কেমন শুরু হচ্ছে তার ওপর।

মাশরাফি বলেন, ‘ক্রিকেট এমন একটি খেলা, নিজেদের দিনে যে-কেউ যে-কাউকেই হারাতে পারে। আমরা আত্মবিশ্বাসী, আমরা যেকোনো দলকেই হারাতে পারব। কিন্তু সবচকিছুই ডিপেন্ড করবে কেমন শুরু করছি তার ওপর।’

বাংলাদেশ সম্পর্কেও কথা বলেন মাশরাফি। টাইগার দল নিয়ে এই অধিনায়ক বলেন, ‘সিনিয়র ও জুনিয়রদের নিয়ে গড়া আমাদের একটি ভালো দল রয়েছে। তারা আসলেই অনেক ভালো ক্রিকেট খেলে।’

 

সূত্র দৈনিক আমাদের সময়ঃ

পাঠকের মতামত

Comments are closed.