229118

‘এই প্রথম দেখলাম, সঠিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করলেন ইনজামাম’

অনলাইন সংস্করণঃ- আগামী ২৩ মে পর্যন্ত অংশগ্রহণকারী দলগুলোর জন্য বিশ্বকাপ স্কোয়াডে খেলোয়াড় পরিবর্তন আনার সুযোগ রেখেছে আইসিসি। সেই সুযোগ কাজে লাগিয়ে দলে বড় পরিবর্তন আনল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তিনজনকে দলে ঢুকিয়েছে বোর্ড।

তারা হলেন মোহাম্মদ আমির, ওয়াহাব রিয়াজ ও আসিফ আলি।এই তিনজনকে স্থান দিতে বাদ পড়েছেন ওপেনিং ব্যাটসম্যান আবিদ আলি, বাঁহাতি পেসার জুনায়েদ খান ও পেস অলরাউন্ডার ফাহিম আশরাফ। ইংল্যান্ডের বিপক্ষে সদ্য সমাপ্ত সিরিজে ভালো না করায় ছিটকে পড়েছেন তারা।

গেল মাসে বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করে পিসিবি। সেই দলে ছিলেন না আমির-আসিফ। রিয়াজ ছিলেন একেবারে আলোচনার বাইরে। তবে ঘোষণার পরপরই তাদের দলে নেয়ার জোরালো দাবি ওঠে। সেই তালিকায় ছিলেন সাবেক পাক কিংবদন্তি থেকে শুরু করে ভক্ত-সমর্থকরা। অবশেষে তাদের দাবির মুখে সোমবার এ ত্রয়ীকে অন্তর্ভুক্ত করল পাকিস্তান।

ইতিমধ্যে এ নিয়ে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। নানাজন বিভিন্ন মন্তব্য করছেন। সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে। যে যার মতো করে এ ইস্যুতে আলোকপাত করছেন। এরমধ্যে বিখ্যাত সাংবাদিক আলিয়া রাশেদের প্রতিক্রিয়া হুবহু তুলে ধরা হলো-

প্রথমবারের মতো দেখলাম, সঠিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করলেন ইনজামাম। এ সিদ্ধান্তে ভাবাবেগ মোটেও স্থান পায়নি। ইংল্যান্ডের কন্ডিশন মূল বিবেচনায় রাখা হয়েছে।

এটা স্পষ্ট যে, আমাদের বোলিং আক্রমণে অভিজ্ঞতার অভাব ছিল। আমরা হাসনাইন ও শাহীন আফ্রিদিকে দলে রেখেছি। ছেলেরা মন্দ করেছে বলব না। তবে প্রতি ওভারে মাত্র দুটি বল ভালো করেছে তারা। যেখানে অভিজ্ঞতার অভাব দেখা গেছে।

আমার মতে, বিশ্বকাপ দলে আমির-ওয়াহাবের অন্তর্ভুক্তি দারুণ হয়েছে। কারণ, তারা দলে প্রভাব রাখা বোলার। সাম্প্রতিক সময়ে উইকেট পাচ্ছেন না আমির। তবে তার ইকোনমি রেট ভালো।

অভিজ্ঞতার কারণেই আমরা শোয়েব মালিক ও মোহাম্মদ হাফিজকে দলে রেখেছি। একই কারণে, আমির-ওয়াহাবের অন্তুর্ভুক্তি সময়ের দাবি ছিল। ইংল্যান্ডে রিভার্স সুইং খুবই কার্যকরী। সর্বোপরি, ইংলিশ কন্ডিশনে পুরনো বলের ব্যবহারটা ভালোভাবে জানা দরকার। এক্ষেত্রে বর্তমানে পাকিস্তানে এ জুটির চেয়ে ভালো আর কেউ নেই।

প্রতি চার বছর পর বিশ্বকাপ আসে। এটি ক্রিকেটের সর্বোচ্চ আসর। বিশ্বমঞ্চে অভিজ্ঞতাকে সবসময় প্রাধান্য দেয়া ভুল কিছু নয়।

 

সূত্র যুগান্তরঃ

পাঠকের মতামত

Comments are closed.