228880

হারে মৌসুম শেষ রিয়ালের, চিন্তা বাড়লো জিদানের

স্পোর্টস ডেস্ক : সুখের রাজত্ব আসলে বেশিদিন উপভোগ করা যায় না। দেখুন না রিয়াল মাদ্রিদের অবস্থাটা। টানা তিনবার ইউরোপের সেরা তকমা নিয়ে মৌসুম শেষ করেছিল। কিন্তু সেই রিয়াল এবার একেবারেই অচেনা! লা লিগার শিরোপা রেস থেকে ছিটকে গেছে আগেই। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো থেকে বিদায়। সব মিলিয়ে একদম যাচ্ছেতাই অবস্থা। আর মৌসুমের শেষ ম্যাচেও ২-০ গোলের হার দিয়ে ব্যর্থতার ষোলো কলা পূর্ণ করলো লস ব্লাঙ্কোসরা।

রিয়ালের এই হারে কপালে চিন্তার ভাঁজ পড়েছে জিনেদিন জিদানের। মৌসুম বাদ দিয়ে আগামী মৌসুমের চিন্তা নাকি করছেন না জিদান। ম্যাচের আগে অন্তত সেটাই বলেছিলেন, ম্যাচে রিয়াল যা দেখিয়েছে তাতে ভবিষ্যৎ নিয়ে চিন্তা করাটাই শ্রেয় মনে হতে পারে। পুরো ম্যাচে সেতিয়েনের বেতিসের সামনে নতজানু হয়েছিল রিয়াল।

জিদান যতই বলুক আগামী মৌসুমের চিন্তা করছেন না, তার দল গঠন কিন্তু উল্টোটাই বলছে। ম্যাচ শেষে হারের পরও দর্শকদের করতালি পেয়েছেন নাভাস। দলের বাকি সবার ভয়ংকর পারফরম্যান্সের মাঝে ব্যতিক্রম ছিলেন কেইলর। বেশ কয়েকটি সেভ না করলে রিয়াল আজ ৪/৫ গোলে হারতে পারত। দর্শকের করতালি তাই পেতেই পারেন, কিন্তু সেটার অভিবাদনটা নাভাস যেভাবে নিলেন তাতে আর কোনো সন্দেহ নেই। রিয়াল মাদ্রিদের জার্সিতে এ ম্যাচকেই শেষ বলে ধরে নিয়েছেন তিনটি চ্যাম্পিয়নস লিগজয়ী এই গোলরক্ষক।

আজ রিয়ালের তরুণরা যেমন খেলেছে, তাতে দুশ্চিন্তা হতেই পারে সমর্থকদের। দ্বিতীয়ার্ধে ভিনিসিয়ুস জুনিয়রের একটি শট ছাড়া আর কোনো সুযোগই সৃষ্টি করতে পারেনি দলটি। বেনজেমা, ব্রাহিম, ভিনিসিয়ুস, অ্যাসেনসিও, ইসকো বা ভাসকেজ- এক মুহূর্তের জন্যও প্রতিপক্ষকে চিন্তায় ফেলতে পারেননি। বরং ১৫ মিনিটের মধ্যে দুই গোল করে অনন্য এক অর্জন করেছে বেতিস। এই মৌসুমে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনাকে তাদেরই মাঠে হারিয়েছে দলটি।

ম্যাচের প্রথমার্ধে অবশ্য কিছুটা হলেও প্রাধান্য নিয়ে শুরু করেছিল রিয়াল। কিন্তু পুরো মৌসুমের সেই পুরোনো রোগ মাথাচাড়া দিয়েছে আজও। প্রতিপক্ষ ডি বক্সের সামনে এলেই গোলমাল পাকিয়ে ফেলছিল দলটি। বেতিস প্রথমার্ধে এর সুযোগ নিতে না পারলেও দ্বিতীয়ার্ধে আর সে ভুল করেনি। প্রথমে লরেন ও পরে রিয়াল একাডেমিরই সাবেক খেলোয়াড় হেসে গোল করে রিয়ালকে ডুবিয়েছেন। গোল করে হেসে ক্ষমা চেয়ে নিয়েছেন বার্নাব্যুর দর্শকের কাছে।

পাঠকের মতামত

Comments are closed.