228702

মাশরাফির হাতে জ্বলন্ত বল

ডেস্ক রিপোর্ট : মাশরাফির হাতে জ্বলছে বল। একহাতে বলটা শূন্যে ছুঁড়েছেন। অন্য হাতটা তৈরি রেখেছেন, বল এসে পড়বে সে হাতে। সাদা বলে সোনালি আগুন। মনে হচ্ছে, সোনালি বিশ্বকাপকে সোনায়-সোহাগা করে রাখতে চান টাইগার কাপ্তান।

বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তাজা নিজের ভেরিফায়েড ফেসবুক পেজের কাভার ছবিটি বদলে ফেলেছেন। আর সেই ছবি কথা বলছে এগুলো। বলছে আরো অনেক কিছুই। সবচেয়ে বড় কথা, সাদা বল থেকে বেল হচ্ছে আগুন। যেন বিশ্বকাপে আগুনের গোলা ছোড়ারই বার্তা দিচ্ছেন মাশরাফি। চার দিন আগে কাভার ফটো হিসেবে ছবিটি পোস্ট করেছেন মাশরাফি।

বিশ্বকাপে যাওয়ার আগে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজেও একটা বার্তা দিয়েছেন মাশরাফি। বল হাতে ছিলেন দুর্দান্ত। চার ম্যাচে ৬ উইকেট নিয়ে সিরিজের সর্বোচ্চ উইকেটে শিকারির তালিকায় চতুর্থ স্থানে জায়গা করে নেন মাশরাফি।

৮ উইকেট নিয়ে এই তালিকায় সেরা ওয়েস্ট ইন্ডিজের শ্যানন গ্যাব্রিয়েল। ৭ উইকেট নিয়ে অ্যাসলি নার্স দ্বিতীয় ও মাশরাফির সমান ৬ উইকেট নিয়ে মোস্তাফিজুর রহমান ছিলেন তৃতীয় স্থানে।

শুক্রবার ত্রিদেশীয় সিরিজের ফাইনালে জয় তুলে নেয় মাশরাফি বিন মুর্তজার দল। তাতে প্রথমবারের মতো কোনো সিরিজ জয়ের ইতিহাস হলো টাইগারদের। সেটি অধিনায়ক মাশরাফির হাত ধরেই।

সিরিজে নিজেদের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩ উইকেট শিকার করেন মাশরাফি। বড় স্কোরের বার্তা দেওয়া উইন্ডিজের ডানা ভেঙে দেওয়ার কাজটা করেন টাইগার অধিনায়কই। একই প্রতিপক্ষের বিপক্ষে নিজেদের পরের ম্যাচেও মাশরাফির শিকার ৩ উইকেট।

এরপর আয়ারল্যান্ডের বিপক্ষে লিগ পর্বের শেষ ম্যাচ ও ফাইনালে উইকেটের দেখা পাননি ম্যাশ। তবে বোলিংয়ে নিজের কার্যকারিতা ঠিকই প্রমাণ করেছেন। নয়া দিগন্ত

পাঠকের মতামত

Comments are closed.