228616

মসজিদ নির্মাণ ঠিকাদারের কাছে ৬০ লাখ টাকা চাঁদা দাবি

অনলাইন সংস্করণঃ- কুষ্টিয়ার দৌলতপুরে উপজেলা মডেল মসজিদ নির্মাণ কাজে সন্ত্রাসীরা ঠিকাদারের কাছে ৬০ লাখ চাঁদা দাবি করেছে। চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে ঠিকাদারকে গুলি করে হত্যার হুমকি দিয়েছে সন্ত্রাসীরা। এ ঘটনায় শনিবার সকালে দৌলতপুর থানায় একটি জিডি করা হয়েছে।

জিডি সূত্রে জানা গেছে, কুষ্টিয়া গণপূর্ত বিভাগ হতে টেন্ডারের মাধ্যমে প্রায় সাড়ে ১২ কোটি টাকার (১২ কোটি ৩৮লাখ) দৌলতপুর উপজেলা মডেল মসজিদ নির্মাণ কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান গ্যালাক্সি এসোসিয়েটস্ প্রাইভেট লিমিটেড। কাজ পাওয়ার পর শুক্রবার রাত ৯টার দিকে বাবু নামে এক সন্ত্রাসী মোবাইল ফোনে ঠিকাদার ও দৌলতপুর কলেজের অধ্যক্ষ ছাদিকুজ্জামান খান সুমনের কাছে ৬০ লাখ টাকা চাঁদা দাবি করে।

ঠিকাদার ছাদিকুজ্জামান খান সুমন চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সন্ত্রাসী বাবু তাকে গুলি করে হত্যার হুমকি দেয়। সন্ত্রাসী বাবু আন্ডার ওয়াল্ডের শীর্ষ সন্ত্রাসী বাহিনীর সদস্য দাবি করে ঠিকাদার ছাদিকুজ্জামান খান সুমনের কাছে ৬০ লাখ টাকা চাঁদা দাবি করে বলেও জিডিতে উল্লেখ করা হয়।

এ বিষয়ে ঠিকাদার ছাদিকুজ্জামান খান সুমন বলেন, মসজিদ নির্মাণ করতে গিয়েও চরমপন্থী সন্ত্রাসী বাহিনীর সদস্য পরিচয় দিয়ে সন্ত্রাসী বাবু মোট টাকার শতকরা ৫ ভাগ অর্থাৎ ৬০ লাখ টাকা চাঁদা দাবি করে। সন্ত্রাসী বাবুর চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে সে আমাকে গুলি করে হত্যার হুমকি দিয়েছে। জীবনের নিরাপত্তা ও শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হতে পারে ভেবে চাঁদা দাবিকারী সন্ত্রাসী বাবুসহ অজ্ঞাত ৪-৫ জনের নামে দৌলতপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। যার নং ৭৩৬।

সন্ত্রাসীদের বিরুদ্ধে জিডির বিষয়ে দৌলতপুর থানার ওসি নজরুল ইসলাম বলেন, আমি অত্যন্ত আন্তরিক এবং এ বিষয়ে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সে যত বড় মাপের সন্ত্রাসী হোক, কোনো ছাড় নেই।

 

সূত্র বিডি জার্নালঃ

পাঠকের মতামত

Comments are closed.