228410

সাড়ে ৭ ফুট লম্বা বাস্কেটবল খেলোয়াড়ের পাশে নারী সাংবাদিক ট্রেসি যেন লিলিপুট

রিবাতুল ইসলাম : বিশ্বের সবচেয়ে লম্বা বাস্কেটবল খেলোয়াড় ২৩ বছরের ট্যাকো ফল যখন কোর্টে খেলতে থাকেন তখন অন্যান্য খেলোয়াড়দের তার তুলনায় খুব সামান্য মনে হয়। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সেন্ট্রাল ফ্লোরিডা নাইটস’এ আয়োজিত খেলার ফাঁকে নারী ক্রীড়া সাংবাতিক ট্রেসি ওলফসন সখ করেই তার পাশে দাঁড়িয়ে ছবি তোলেন। মনে হয় আইফেল টাওয়ারের পাশে ট্রেসি দাঁড়িয়ে আছেন।

এত লম্বা হওয়ার কারণে বাস্কেটবল খেলার সময় সেনেগালে জন্ম নেয়া ট্যাকোকে সামান্যই হাত তুলতে হয়। অন্যান্যরা যখন কসরৎ করে রীতিমত গলদঘর্ম তখন সবচেয়ে বেশি উঁচু হওয়ার কারণে ট্যাকোর অতটা পরিশ্রম বা লাফিয়ে উঁচুতে ওঠার জন্যে তেমন কষ্ট না করলেও চলে।

তবে উঁচু হওয়ার কারণে উবু হওয়ার জন্যে তাকে বাড়তি কষ্টতো করতেই হয়। বাস্কেট বল উবু হয়ে ড্রপ দিয়ে দিয়ে এগিয়ে নিতে হয়। তবে সতীর্থরা তাকে ঠিকমত বলের যোগান দিতে পারলে নিশ্চিত সে বলে স্কোর করে বসেরন ট্যাকো।

এজন্যে ট্যাকোর কদরই আলাদা। বিশে^র শীর্ষ বাস্কেটবল লিগে তিনি খেলেন এনবিএ’ হয়ে।

পাঠকের মতামত

Comments are closed.