227946

চোট পেলেন সাকিব, দুশ্চিন্তায় বাংলাদেশ শিবির

ডেস্ক রিপোর্ট : লেগ সাইডে পুল করে রান নিতে গিয়ে কোমরের ঠিক উপরের দিকে ব্যথা অনুভব করেন সাকিব। তীব্রতা এত ছিল যে, মাঠেই শুয়ে পড়েন তিনি। এরপর চিকিৎসা নিলেও ফিফটি পূরণ করার পর রিটায়ার্ড হার্ট হয়ে ফিরে যান প্যাভিলিয়নে। তাতে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের মনে জন্ম নেয় শঙ্কা। যদিও টিম ম্যানেজমেন্ট মনে করছে, দুশ্চিন্তা করার মতো কিছু হয়নি।

বুধবার আয়ারল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের ব্যাটিং ইনিংসের ৩৫তম ওভারে চোট পেয়েছিলেন সাকিব। মাঠে চিকিৎসা নেওয়ার পরও খেলা চালিয়ে গিয়েছিলেন সাকিব। তবে ব্যক্তিগত ৫০ রান পূরণ করার পর তাকে নিয়ে হয়তো ঝুঁকি নিতে চায়নি বাংলাদেশ। তাই রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন সাকিব।

টিভি পর্দায় সাকিবকে দেখে বোঝা গেছে, সাইড স্ট্রেইনে সমস্যা হচ্ছিল সাকিবের। পুল করতে গিয়েই টান লেগেছে তার। যদিও তার ইনজুরি গুরুতর নয় বলেই মনে করছে টিম ম্যানেজমেন্ট।

‘ঢাকা ট্রিবিউন’ ছেপেছে, টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে, এই মুহূর্তে সাকিবকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। যদিও সমস্যা গুরুতর মনে করছে না তারা। আর বৃহস্পতিবার সাকিবের অবস্থার ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

সাকিবের প্যাভিলিয়নে ফেরার পরও বাংলাদেশের জিততে সমস্যা হয়নি কোনও। পয়েন্ট টেবিলের শীর্ষে থেকেই আগামী শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফাইনাল খেলবে বাংলাদেশ। এখন দেখার বিষয় এই ম্যাচে সাকিব খেলতে পারেন কিনা! বাংলা ট্রিবিউন

পাঠকের মতামত

Comments are closed.