228112

চিকিত্‍সা চলার সময়ই মুখের মধ্যে বিস্ফোরণে রোগীরমৃত্যু!

অনলাইন সংস্করণঃ- চিকিত্‍সা চলার সময়ই মুখের মধ্যে বিস্ফোরণে বিষ খাওয়া এক নারীর মৃত্যু হয়েছে। মর্মান্তিক ও ভয়ঙ্কর এই ঘটনা ভারতের উত্তরপ্রদেশের আলিগড়ের জওহরলাল নেহেরু মেডিক্যাল কলেজে। সিসিটিভিতে রেকর্ডও হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

প্রাথমিক ভাবে জানা গেছে, আলিগড়েরই বাসিন্দা ওই নারী পারিবারিক অশান্তির জেরে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে নিকটস্থ জওহরলাল নেহেরু মেডিক্যাল কলেজে ভর্তি করানো হয়। হাসপাতাল সূত্রে খবর, চিকিত্‍সা শুরুর আগে মহিলার মুখে সাকশান পাইপ ঢোকাতেই বিস্ফোরণ হয় এবং তিনি মারা যান।

চিকিত্‍সকদের অনুমান, ওই নারী হয়তো সালফিউরিক অ্যাসিড খেয়েছিলেন। সাকশান পাইপের সঙ্গে তার সংযোগ হতেই বিস্ফোরণ হয় বলে চিকিত্‍সকদের ধারণা। এ বিষয়ে তাঁরা আরো গবেষণা করতে চান। মৃত নারীর শ্বশুরবাড়ির সদস্যদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

 

সূত্র কালেরকণ্ঠঃ

পাঠকের মতামত

Comments are closed.